এক্সপ্লোর
Upcoming Movies: 'পুষ্পা ২' থেকে 'স্ত্রী ২', ২০২৪ সালে IMDb-র বহু প্রতীক্ষিত সিনেমার তালিকায় কী কী?
Movies Update: IMDb তাদের চলতি বছরের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রত্যাশিত সিনেমার তালিকা প্রকাশ করেছে। দর্শক নিঃসন্দেহে এই ছবিগুলি দেখার অপেক্ষায় রয়েছেন। কোন কোন সিনেমা রয়েছে তালিকায়?
বহু প্রতীক্ষিত সিনেমার তালিকা
1/10

এই বছরের সবচেয়ে বেশি প্রতীক্ষায় রাখা সিনেমার মধ্যে প্রথমেই নাম আসে 'পুষ্পা ২: দ্য রুল' ছবির। বারবার মুক্তির তারিখ পিছিয়ে আপাতত ৬ ডিসেম্বর নিশ্চিত হয়েছে। অল্লু অর্জুন মুখ্য চরিত্রে।
2/10

তেলুগু ছবি 'দেবেরা: পার্ট ১'। জুনিয়র এনটিআরের বিপরীতে এই ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন জাহ্নবী কপূর। IMDb-এর তালিকায় উজ্জ্বল উপস্থিতি।
3/10

'ওয়েলকাম টু দ্য জঙ্গল' দেখে হাসিতে কুটোপাটি খাওয়ার অপেক্ষায় দর্শক। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির এই ছবি ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। অভিনয়ে একাধিক তারকা।
4/10

'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' ছবিতে থলপতি বিজয়কে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির অপেক্ষায় দর্শক। মুক্তি পাওয়ার কথা ৫ সেপ্টেম্বর।
5/10

অপর একটি ছবির অপেক্ষায় রয়েছেন দর্শক, যার নাম 'কাঙ্গুভা'। শিবা কোরতালার পরিচালিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সুরিয়া ও দিশা পাটনি। ববি দেওলকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।
6/10

রণবীর সিংহ, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, করিনা কপূর ও অজয় দেবগণ, একটাই ছবিতে, একসঙ্গে। দর্শককে ১ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে 'সিঙ্ঘম এগেন' ছবির জন্য।
7/10

'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসছে। প্রথমবার জুটি বাঁধবেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। ৩১ অক্টোবর এই সফল ফ্র্যাঞ্চাইজির ফেরৎ আসার কথা।
8/10

'কোলার সোনার খনি'তে কর্মরত শ্রমিকদের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'থাঙ্গালাম'। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৫ অগাস্ট।
9/10

ফের পর্দায় একসঙ্গে অজয় দেবগণ ও তব্বু। 'অরোঁ মে কাহাঁ দম থা' ছবিতে অজয় ও তব্বুর ছোটবেলার চরিত্রে দেখা যাবে যথাক্রমে শান্তনু মাহেশ্বরী ও সাই মঞ্জরেকরকে। ২ অগাস্ট ছবির মুক্তি।
10/10

বহু প্রতীক্ষিত ছবির তালিকায় অবশ্যই থাকবে 'স্ত্রী ২'। ইতিমধ্যেই ট্রেলার মন জয় করেছে। রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর, পঙ্কজ ত্রিপাঠী ফের হরর কমেডি ঘরানার এই ছবি নিয়ে বড়পর্দায় আসছেন ১৫ অগাস্ট। এবার নয়া 'ভূত'-এর আগমন।
Published at : 23 Jul 2024 11:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























