এক্সপ্লোর
Rachna Banerjee: একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা কয়েক কোটি, রয়েছে প্রচুর বিনিয়োগ, বিপুল সম্পত্তির মালকিন 'দিদি নং ১' রচনা বন্দ্যোপাধ্যায়
Rachna Banerjee Property: হলফনামা অনুযায়ী, তিনি ২০২২ থেকে ২৩ সালের মধ্যে রোজগার করেছেন ৩ কোটিরও বেশি টাকা। ৪টি সেভিংস অ্যাকাউন্ট, ৩টি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে রচনার।
রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ
1/10

বাঙালি দর্শকের ঘরে ঘরে প্রতি সন্ধ্যায় তাঁর নিত্য আনাগোনা। তাঁর হাত ধরে বাংলার নানা মহিলারা নিজের মনের কথা, লড়াইয়ের কথা, সাফল্যের কথা, ঘুরে দাঁড়ানোর কথা গোটা দুনিয়াকে জানাতে পারেন। তিনি সকলের প্রিয় অভিনেত্রী ও 'দিদি নং ১' রচনা বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম
2/10

তবে তাঁর এখন নতুন এক পরিচয়ও হয়েছে বটে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি হুগলি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েন। রাজনীতির ময়দানে নেমেই বাজিমাত। পর্দার বন্ধু লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ নির্বাচিত হন রচনা। ছবি: PTI
3/10

অভিনয়ের পাশাপাশি দক্ষ এই সঞ্চালক রাজনৈতিক জীবনে কেমন কাজ করবেন তা তো বলবে সাধারণ মানুষ। আজ দেখা যাক নির্বাচনী হলফনামা অনুযায়ী, অভিনেত্রী সাংসদের সম্পত্তির পরিমাণ ঠিক কতটা? ছবি: PTI
4/10

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তিনি ২০২২ থেকে ২৩ সালের মধ্যে রোজগার করেছেন ৩ কোটিরও বেশি টাকা। ৩,১১,২২,০৮০ টাকার মালকিন তিনি ২০২২-২৩ সালে। তার আগের বছর রচনার আয় ২,৪১,৩১,৩৮০ টাকা। তার আগের বছর তাঁর রোজগার ২,৩৩,৭৪,১৪০। ছবি: ইনস্টাগ্রাম
5/10

রচনার স্বামী প্রবাল বসু ২০২২-২৩ সালে উপার্জন করেছেন ২,৩৯,২৪০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে আয় করেছেন ৬৩ হাজার ৮১০ টাকা,২০২০-২১-এ আয় করেছেন ৪ লাখ ২০ হাজার ৫১০ টাকা, ২০১৯-২০ তে আয় করেছেন ৪ লাখ ৯২ হাজার ৪০০ টাকা। ছবি: ইনস্টাগ্রাম
6/10

চলতি বছরের গত ২৯ এপ্রিল তিনি হলফনামা জমা করেন। সেদিন তাঁর হাতে টাকা ছিল লাখ দেড়েক আর স্বামীর হাতে ছিল ৫০ হাজার টাকা। ছবি: ইনস্টাগ্রাম
7/10

রচনার জমানো টাকার হিসেব কত? রচনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলি। ৪টি সেভিংস অ্যাকাউন্টের মধ্যে সবথেকে বেশি টাকা রয়েছে যে অ্যাকাউন্টে, তার পরিমাণ ৭৫ লাখ ২৫ হাজার টাকা। কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে ৩টি। তার মধ্যে সবথেকে বেশি টাকা রয়েছে 'রচনা ক্রিয়েশন'-এক নামে অ্যাকাউন্টে, যার পরিমাণ ২১ লাখ টাকার উপরে। ছবি: ইনস্টাগ্রাম
8/10

এরপর আছে অসংখ্য ইক্যুইটি শেয়ার, ৭০টি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ আছে। কিনেছেন ১৩টি বন্ড। এছাড়া পিপিএফ, পোস্ট অফিসেও টাকা রেখেছেন রচনা। তাছাড়াও ৭টি জীবন বীমায় বিনিয়োগ করেছেন তিনি। আছে এনপিএস ও অন্যান্য বিমাও। ছবি: ইনস্টাগ্রাম
9/10

হলফনামা অনুযায়ী রচনা বন্দ্যোপাধ্যায়ের চাষের জমি নেই। তবে অ-কৃষি জমি রয়েছে ২টি। কেনা ২০২৩ ও ২০২৪ সালে। চারটি অ্যাপার্টমেন্ট রয়েছে থাকার জন্য। স্থাবর সম্পদ রয়েছে ১৪ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৫১। ছবি: ইনস্টাগ্রাম
10/10

রচনার গাড়ি ২ টি। একটি ৯ লাখি, একটি ১২ লাখি। রচনার স্বামীরও একটি গাড়ি রয়েছে। রচনার গয়নাগাটির মোট মূল্য ৪৮ লাখের কাছাকাছি। রচনার স্বামীর সোনা-রুপো আছে ৫ লাখ টাকার মতো। রচনার কোনও ব্যাঙ্ক লোন নেই। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 10 Jul 2024 05:20 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















