এক্সপ্লোর
ফের চ্যালেঞ্জিং লুকে রণবীর সিংহ! কমেন্টে কী লিখলেন আলিয়া, অর্জুন, জ্যাকলিন?
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/5

ফ্যাশনের দিক থেকে বলিউডের সাহসী অভিনেতার নাম বলতে হলে তাঁর নামই আসবে সবার আগে। তিনি রণবীর সিংহ। বহুবার বহু চ্যালেঞ্জিং লুকে দেখা গিয়েছে রণবীর সিংহ-কে। গতানুগতিক ফ্যাশন স্টেটমেন্টের বাইরে গিয়েই ফ্রেমে ধরা দিয়েছেন তিনি। শুধু তাই নয় ড্রেসিং ফ্যাশনের ক্ষেত্রে জেন্ডার স্টেরিওটাইপ-কে বার বার ভেঙেছেন রণবীর।
2/5

আরও একবার চ্যালেঞ্জিং লুকে প্রকাশ্যে এলেন তিনি। এলজিবিটি রেনবো প্রাইড মাসে জেন্ডার ফ্লুইড লুকে ধরা দিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের পরনে আকাশি নীলের পোশাক, গলায় লম্বার হার, কাঁধ পেরিয়ে নেমে গিয়েছে চুল, চোখে সান গ্লাস।
Published at : 30 Jun 2021 05:43 PM (IST)
আরও দেখুন






















