এক্সপ্লোর
ফের চ্যালেঞ্জিং লুকে রণবীর সিংহ! কমেন্টে কী লিখলেন আলিয়া, অর্জুন, জ্যাকলিন?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/00d578026914ceb134f67909a93f05a9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/5
![ফ্যাশনের দিক থেকে বলিউডের সাহসী অভিনেতার নাম বলতে হলে তাঁর নামই আসবে সবার আগে। তিনি রণবীর সিংহ। বহুবার বহু চ্যালেঞ্জিং লুকে দেখা গিয়েছে রণবীর সিংহ-কে। গতানুগতিক ফ্যাশন স্টেটমেন্টের বাইরে গিয়েই ফ্রেমে ধরা দিয়েছেন তিনি। শুধু তাই নয় ড্রেসিং ফ্যাশনের ক্ষেত্রে জেন্ডার স্টেরিওটাইপ-কে বার বার ভেঙেছেন রণবীর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/799bad5a3b514f096e69bbc4a7896cd94aa4a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফ্যাশনের দিক থেকে বলিউডের সাহসী অভিনেতার নাম বলতে হলে তাঁর নামই আসবে সবার আগে। তিনি রণবীর সিংহ। বহুবার বহু চ্যালেঞ্জিং লুকে দেখা গিয়েছে রণবীর সিংহ-কে। গতানুগতিক ফ্যাশন স্টেটমেন্টের বাইরে গিয়েই ফ্রেমে ধরা দিয়েছেন তিনি। শুধু তাই নয় ড্রেসিং ফ্যাশনের ক্ষেত্রে জেন্ডার স্টেরিওটাইপ-কে বার বার ভেঙেছেন রণবীর।
2/5
![আরও একবার চ্যালেঞ্জিং লুকে প্রকাশ্যে এলেন তিনি। এলজিবিটি রেনবো প্রাইড মাসে জেন্ডার ফ্লুইড লুকে ধরা দিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের পরনে আকাশি নীলের পোশাক, গলায় লম্বার হার, কাঁধ পেরিয়ে নেমে গিয়েছে চুল, চোখে সান গ্লাস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880035cd2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আরও একবার চ্যালেঞ্জিং লুকে প্রকাশ্যে এলেন তিনি। এলজিবিটি রেনবো প্রাইড মাসে জেন্ডার ফ্লুইড লুকে ধরা দিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের পরনে আকাশি নীলের পোশাক, গলায় লম্বার হার, কাঁধ পেরিয়ে নেমে গিয়েছে চুল, চোখে সান গ্লাস।
3/5
![একটি আন্তর্জাতিক ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনে ফোটো শ্যুট করেছেন রণবীর। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সম্প্রতি রণবীরের জারড লেটো জেন্ডার ফ্লুইড লুক মন কেড়েছে আলিয়া ভাট এবং অর্জুন কাপুরেও। সে কথা ছবির কমেন্ট সেকশনে নিজেরাই জানিয়েছেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/156005c5baf40ff51a327f1c34f2975b58941.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটি আন্তর্জাতিক ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনে ফোটো শ্যুট করেছেন রণবীর। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সম্প্রতি রণবীরের জারড লেটো জেন্ডার ফ্লুইড লুক মন কেড়েছে আলিয়া ভাট এবং অর্জুন কাপুরেও। সে কথা ছবির কমেন্ট সেকশনে নিজেরাই জানিয়েছেন তাঁরা।
4/5
![সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফোটো শ্যুটের তিনটি ছবি পোস্ট করেছেন রণবীর, লিখেছেন, 'Alessandro, my beloved।' যা মন কেড়েছে তাঁর ফ্যানেদের। স্বাভাবিকভাবেই লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেই ছবিকে কেন্দ্র করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/032b2cc936860b03048302d991c3498f52528.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফোটো শ্যুটের তিনটি ছবি পোস্ট করেছেন রণবীর, লিখেছেন, 'Alessandro, my beloved।' যা মন কেড়েছে তাঁর ফ্যানেদের। স্বাভাবিকভাবেই লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেই ছবিকে কেন্দ্র করে।
5/5
![ফ্য়ানেদের পাশাপাশি, রণবীরের সেই ছবিতে কমেন্ট করেছেন আলিয়া ভাট, জোয়া আখতার, জ্যাকলিন ফার্নান্ডেজ, অর্জুন কাপুর, টাইগার স্রফ, পুজা হেগড়ে, সিদ্ধান্ত কাপুর। সকলেই প্রায় প্রশংসা করেছেন তাঁর এই নয়া লুকের। তবে রণবীরের সাহসী লুক নিয়ে একাধিক কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে হামেশাই। নেটিজেনদের খোরাকও হয়েছেন তিনি। ভাইরাল হয়েছে মিম। তবে এসবেই মাঝেও বারবার বোল্ড-সাহসী লুকে ধরা দিয়েছেন রণবীর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/30/d0096ec6c83575373e3a21d129ff8fef7d37a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফ্য়ানেদের পাশাপাশি, রণবীরের সেই ছবিতে কমেন্ট করেছেন আলিয়া ভাট, জোয়া আখতার, জ্যাকলিন ফার্নান্ডেজ, অর্জুন কাপুর, টাইগার স্রফ, পুজা হেগড়ে, সিদ্ধান্ত কাপুর। সকলেই প্রায় প্রশংসা করেছেন তাঁর এই নয়া লুকের। তবে রণবীরের সাহসী লুক নিয়ে একাধিক কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে হামেশাই। নেটিজেনদের খোরাকও হয়েছেন তিনি। ভাইরাল হয়েছে মিম। তবে এসবেই মাঝেও বারবার বোল্ড-সাহসী লুকে ধরা দিয়েছেন রণবীর।
Published at : 30 Jun 2021 05:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)