এক্সপ্লোর
Rituparna Sengupta: স্বামীকে খুঁজতে অজানা গ্রামে ঋতুপর্ণা.. তারপর?
Rituparna Sengupta New Film: প্রথমবার একসঙ্গে ঋতুপর্ণা-ঋত্বিক, ইন্দ্রাশীষ নিয়ে আসছেন 'গাজনের ধুলোবালি'
প্রথমবার একসঙ্গে ঋতুপর্ণা-ঋত্বিক, ইন্দ্রাশীষ নিয়ে আসছেন 'গাজনের ধুলোবালি'
1/10

'নীহারিকা'-র সাফল্যের পরে নতুন ছবির ঘোষণা পরিচালক ইন্দ্রাশীষ আচার্য্যের (Indrasis Acharya)। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কে
2/10

ঋতুপর্ণা-ঋত্বিক ছাড়াও এই ছবিতে রয়েছেন নবাগত শ্রেয়া সিংহ (Shreya Sinha)।
3/10

থাকছেন, লোকনাথ দে (Loknath Dey), দেবপ্রসাদ হালদার (Deboprasad Halder), শুভঙ্কর মোহান্ত (Subhankar Mohanta), দীপক হালদার (Deepak Halder), অপূর্ব বার (Apurba Bar) এবং উমা বন্দ্যোপাধ্যায় (Uma Banerjee)। এছাড়াও থাকছেন, আজিমগঞ্জ থিয়েটারের কর্মীরা।
4/10

এই ছবিতে একজন খ্যাতনামা সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে। তাঁর স্ত্রী অমৃতার ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা। ঋত্বিকের চরিত্রের নাম অরিন্দম।
5/10

একটি কাজে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান অরিন্দম। সারা রাত পরেও যখন সে বাড়ি ফেরেন না, তখন থানায় অভিযোগ করতে যান স্ত্রী অমৃতা। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অরিন্দমের সঙ্গে কাজ করতে শ্রীতমা।
6/10

এই চরিত্রে দেখা যাবে নবাগতা শ্রেয়াকে। শ্রীতমা অমৃতাকে নিয়ে আসে সেই গ্রামে, যেখানে কাজ করতেন অরিন্দম।
7/10

ধীরে ধীরে উন্মোচিত হয় সেই এলাকার চমকপ্রদ সব সত্যি। এই ঘটনা নিয়েই ইন্দ্রাশীষের নতুন ছবি। সিনেমাটির নাম, 'গাজনের ধুলোবালি'।
8/10

ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন জয় সরকার (Joy Sarkar)। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন খোদ পরিচালক ইন্দ্রাশীষ আচার্য্য ও পরিচালক লুব্ধক চট্টোপাধ্যায়। শব্দ পরিগ্রহণ সুকান্ত মজুমদার
9/10

ছবিটির নাম, গাজনের ধুলোবালি (Dust & Pebbles)। কেন এই ধরণের নাম, সেই অর্থ লুকিয়ে রয়েছে ছবির গল্পে। কেবল সম্পর্কের টানাপোড়েন বা দুই নারীর সম্পর্কের গল্প নয়, এই ছবি তুলে ধরবে এক গ্রামের ছবিও যেখানে অনেক রহস্য লুকিয়ে রয়েছে।
10/10

প্রায় শেষের পথে ছবির শ্যুটিং। আগামী বছর মুক্তি পাওয়ার কথা এই ছবির। অন্য স্বাদের এই ছবি দেখার অপেক্ষায় দর্শকেরা।
Published at : 10 Dec 2023 11:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















