এক্সপ্লোর
Rituparna Sengupta: ১৯ বছর পরে ফের একসঙ্গে, ঋতুপর্ণার অনুরোধেই নতুন বাংলা ছবি করছেন রাহুল
Tollywood Update: ২০০৬ সালে একসঙ্গে কাজ করেছিলেন রাহুল ও ঋতুপর্ণা। 'অনুরণন' ছবিতে। আর তারপরে, এই ২০২৪ সালে।

২০০৬ সালে একসঙ্গে কাজ করেছিলেন রাহুল ও ঋতুপর্ণা।
1/10

থ্রিলার ছবির মুখ্যভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সায়ন্তন ঘোষালের পরিচালনায় শ্যুটিং চলছে নতুন ছবির। নাম, 'ম্যাডাম সেনগুপ্ত'।
2/10

আর এই ছবিতে, ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে রাহুল বোস (Rahul Bose)-কে। কেমন করে এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন রাহুল? সেই গল্পই শোনালেন ঋতুপর্ণা।
3/10

২০০৬ সালে একসঙ্গে কাজ করেছিলেন রাহুল ও ঋতুপর্ণা। 'অনুরণন' ছবিতে। আর তারপরে, এই ২০২৪ সালে। দীর্ঘ এত বছর পরে, রাহুল আবার নাকি একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন ঋতুপর্ণার জন্যই।
4/10

এবিপি লাইভকে ঋতুপর্ণা বলছেন, 'রাহুলের সঙ্গে আমার ভীষণ ভাল সম্পর্ক। আমার কাছে যখন সায়ন্তনের ছবির অফারটা এল, ওই আমায় বলল একবার ছবিটি নিয়ে রাহুলের সঙ্গে কথা বলতে।'
5/10

ঋতুপর্ণা বলছেন, 'রাহুলের সঙ্গে আমি কথা বলতেই ও রাজি হয়ে যায়। তারপরে চিত্রনাট্য পড়ে। রাহুল বলেছে, ও নাকি আমার জন্যই এই ছবিতে কাজ করতে রাজি হয়েছে। যাঁদের সঙ্গে অনেকদিন আগে কাজ করেছি,সেই সহ অভিনেতাদের থেকে এমন কথা শোনা আমার কাছে বড় পাওয়া।'
6/10

মুম্বই থেকে এসে এই ছবিতে কাজ করছেন রাহুল। বর্তমানে কলকাতাতেই চলছে শ্যুটিং। থ্রিলারধর্মী এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায়
7/10

দীর্ঘ এত বছর পরে রাহুলের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত ঋতুপর্ণা। অন্যদিকে রাহুলও জানিয়েছেন, ছবির চিত্রনাট্য তো পছন্দ হয়েছে বটেই, তবে তাঁর এই ছবিতে কাজ করার অন্যতম কারণ হলেন স্বয়ং ঋতুপর্ণাই।
8/10

নতুন প্রযোজনা সংস্থা 'নন্দী মুভিজ' (Nandi Movies)-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবি নিয়ে আসছেন ঋতুপর্ণা। থ্রিলার এই ছবির গল্প তাঁকে ঘিরেই। এই ছবিতে একজন কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে।
9/10

কাজের সূত্রে কলকাতা আসেন তিনি। কিন্তু সেখানে এসে, রহস্যজনকভাবে হারিয়ে যান তাঁর স্বামী। তাঁকে খুঁজে পাওয়ার জন্য যে যে পথ পেরতে হয় ম্যাডাম সেনগুপ্তকে, তাতেই বদলে যায় তাঁর জীবন।
10/10

ঠিক কী কী ঘটনা ঘটবে 'ম্যাডাম সেনগুপ্ত'-র জীবনে? সেই উত্তর মিলবে পর্দায়।
Published at : 18 Apr 2024 11:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
