এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Sajid khan: বলিউডের সুন্দরীরা তাঁর প্রেমে পড়েছেন বারবার, ৫২-তেও বাজিমাত সাজিদ খানের
Sajid khan love with Every One: জ্যাকলিন থেকে আরও অনেকেই, বলিউডের সুন্দরীদের সঙ্গেই প্রেমের সম্পর্কে নাম এসেছে সাজিদ খানের।
বলিউডের সুন্দরীরা তাঁর প্রেমে পড়েছেন বারবার, ৫২-তেও বাজিমাত সাজিদ খানের
1/10

আরও এক জনপ্রিয় অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। তার নামও সাজিদ খানের সঙ্গে জড়িয়েছে। সূত্র মারফত খবর প্রকাশ্যে আসে যে, প্রায়শই উর্বশী ও সাজিদ এখানে আসেন।
2/10

এখানেই শেষ নয়, জ্যাকলিনের সঙ্গেও সাজিদের নাম এসেছিল প্রকাশ্যে। জ্যাকলিন সবেমাত্র বলিউডে তার ক্যারিয়ার গড়তে শুরু করেছিলেন। একটি সাক্ষাৎকারের সময়, জ্যাকলিন অবশ্য প্রেমের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন তিনি সাজিদের প্রেমে পড়েছিলেন।
3/10

তামান্না ভাটিয়ার সঙ্গে সাজিদ খানের নামও জড়িয়েছিল। দুজনের সম্পর্কের খবরই লাইমলাইটে উঠে আসে। অনেকবার তামান্নাকেও সাজিদ খান সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু অভিনেত্রী উত্তর দেন যে সাজিদ খান তার ভাইয়ের মতো ছিলেন। তিনি তাঁকে রাখিও বেধেছেন।
4/10

টেলিভিশন অভিনেত্রী রক্ষদা খানের সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে সাজিদ খানের সম্পর্ক ছিল। কিন্তু একটা সময়ে শেষঅবধি তাঁদের সম্পর্কে চিঁড় ধরে যায়।সাজিদ খানের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর এরপর শচীন ত্যাগীর সঙ্গে তিনি সম্পর্ক শুরু করেন।
5/10

সাজিদের সঙ্গে গহওর খানের ডেটিং-র খবরে বেশ হৈচৈ পড়ে গিয়েছিল, একটা সময়ে। শুধু তাই নয়, একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি গওহর খানের সঙ্গে বাগদান করেছেন। তবে তাঁদের সম্পর্ক ভাল যায়নি।
6/10

অপরদিকে সাজিদ ও এশা গুপ্তার ডেটিংয়ের খবরও বেশ শোরগোল ফেলেছিল। কিন্তু তখন এশা গুপ্তা সাক্ষাৎকারে বলেন, সাজিদ খানের সঙ্গে ডেট করেছি, এটা সম্পূর্ণ ভুল। আমি ইতিমধ্যেই একটা ডেটিং করছি।
7/10

জ্যাকলিন থেকে আরও অনেকেই, বলিউডের সুন্দরীদের সঙ্গে প্রেমে মশগুল ৫২ বছর বয়েসে সাজিদ খান।
8/10

বলিউডের সুন্দরীরা পড়েছেন তাঁর প্রেমে বারবার। তবে তিনি শুধু একা নন, বলিউডে প্রেমে পড়ে সংসার ছেড়ে বেরিয়েছেন আরও অনেকেই।
9/10

বিনোদনের আরও অনেকেই আছেন, যারা দ্বিতীয়বার বিয়ে করে ৫০ এর পরেও সুখের দাম্পত্য কাটাচ্ছেন। আবার অনেকেই একটা বিয়েতেই খুব সুখী।
10/10

তবে সম্পর্ক, প্রেম বয়েস মানে না, তাই হয়তো গল্প-গসিপেরও শেষ নেই। নিয়ম ভেঙে আজ ফারহানের 'দিল চাহাতে হে' ফেরে বারবার রিয়েল ফ্রেমে।
Published at : 10 Apr 2023 03:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























