এক্সপ্লোর
Sajid khan: বলিউডের সুন্দরীরা তাঁর প্রেমে পড়েছেন বারবার, ৫২-তেও বাজিমাত সাজিদ খানের
Sajid khan love with Every One: জ্যাকলিন থেকে আরও অনেকেই, বলিউডের সুন্দরীদের সঙ্গেই প্রেমের সম্পর্কে নাম এসেছে সাজিদ খানের।
বলিউডের সুন্দরীরা তাঁর প্রেমে পড়েছেন বারবার, ৫২-তেও বাজিমাত সাজিদ খানের
1/10

আরও এক জনপ্রিয় অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়া। তার নামও সাজিদ খানের সঙ্গে জড়িয়েছে। সূত্র মারফত খবর প্রকাশ্যে আসে যে, প্রায়শই উর্বশী ও সাজিদ এখানে আসেন।
2/10

এখানেই শেষ নয়, জ্যাকলিনের সঙ্গেও সাজিদের নাম এসেছিল প্রকাশ্যে। জ্যাকলিন সবেমাত্র বলিউডে তার ক্যারিয়ার গড়তে শুরু করেছিলেন। একটি সাক্ষাৎকারের সময়, জ্যাকলিন অবশ্য প্রেমের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন তিনি সাজিদের প্রেমে পড়েছিলেন।
Published at : 10 Apr 2023 03:49 PM (IST)
আরও দেখুন






















