এক্সপ্লোর
Saurav-Darshana: একে অপরের পা ছুঁয়ে প্রণাম, সমান সম্মান-ভালবাসা-আলিঙ্গনে সৌরভ-দর্শনার ভাতকাপড়
Tollywood Marriage: তাঁদের বিয়ের সাজ থেকে শুরু করে মেনু.. সবকিছুতেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

টলিপাড়ায় বিয়ের মরশুম। ডিসেম্বরের ১৫ তারিখ, সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক।
2/10

কলকাতার এক পাঁচতারা হোটেলে বসে তাঁদের বিয়ের আসর। হই হুল্লোড় করে, গানে, মজায় আড্ডায় বিয়ে সারেন তারকা জুটি।
3/10

শুক্রবার বিয়ে সেরে, শনিবার হুডখোলা ভিন্টেজ রোলস রয়্যালসে চড়ে নববধূকে নিয়ে বাড়ি যান অভিনেতা।
4/10

গাড়িতে বসে সৌরভ, তাঁর কাঁধে মাথা দিয়ে দর্শনা। সদ্যবিবাহিত জুটিকে নিয়ে শহরের রাস্তা ধরে ভিন্টেজ গাড়ির ছুটে চলার ভিডিও ভাইরাল হয়েছে।
5/10

রবিবার ঘরোয়া অনুষ্ঠানে ভাতকাপড়ের আয়োজন করা হয়। লাল শাড়ি, গা-ভর্তি গয়না, নতুন কনের সাজে সুন্দরী দর্শনা।
6/10

তাঁর হাতে ভাতকাপড়ের থালা তুলে দিচ্ছেন সৌরভ, তাঁর পরনে সাদা পাজামা-পাঞ্জাবী।
7/10

এই সময়েরই একটি দৃশ্যে মনজয় করেন সৌরভ। নিয়ম মেনে যেই বরের পা ছুঁয়ে প্রণাম করলেন দর্শনা, ওমনি স্ত্রীয়ের পা ছুঁয়ে প্রণাম সারলেন সৌরভও।
8/10

একে অপরের প্রতি সমান সম্মান, মর্যাদা, ভালবাসা ও আনন্দের সঙ্গেই কাটল ভাতকাপড়ের মুহূর্ত। সকলেই সৌরভের কীর্তিতে অবাক হলেও হয়েছেন খুশিও।
9/10

প্রণাম সেরেই একে অপরকে বাহুডোরে বাঁধেন নবদম্পতি। দর্শনা ও সৌরভের জীবনের এই নতুন ইনিংসে রইল অঢেল শুভেচ্ছা।
10/10

দর্শনা ও সৌরভের বিয়েতে হাজির ছিল গোটা টলিপাড়া। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
Published at : 18 Dec 2023 01:20 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















