এক্সপ্লোর
Celebrity Marriages 2022: চলতি বছরে প্রিয় মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন যে তারকারা
২০২২ সালে একাধিক তারকা আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। কোনও তারকার বিয়ে মানেই তাঁদের সাজপোশাকও সাধারণ মানুষের জন্য বেশ আকর্ষণের বিষয় হয়ে ওঠে। বছর শেষে ফিরে দেখা যাক কোন কোন তারকা জুটি গাঁটছড়া বাঁধলেন।
তারকার বিয়ে
1/10

প্রান্তিক বন্দ্যোপাধ্যায় - অঙ্কিতা চক্রবর্তী: চলতি বছরে বিয়ে সারেন টলিউডের পরিচিত মুখ প্রান্তিক ও অঙ্কিতা। গান্ধর্ব মতে বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা।
2/10

অনিন্দিতা রায়চৌধুরী - সুদীপ সরকার: ২৬ জানুয়ারি ২০২২, বিয়ে সারেন টলি পাড়ার অপর জুটি অনিন্দিতা ও সুদীপ। হাজির ছিলেন টেলি দুনিয়ার বন্ধুরা।
Published at : 22 Dec 2022 10:09 PM (IST)
আরও দেখুন






















