এক্সপ্লোর
Big Budget Movies 2022: জমজমাট ২০২২, শাহরুখ-সলমন ছাড়াই বক্সঅফিস মাতাবে বিগবাজেটের এই ছবিগুলি

নতুন বছরে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বিগবাজেট ছবি।
1/11

করোনার পর সিনেমাঘর খুললেও, হল ভরানো নিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি। সামনের বছর পরিস্থিতি শোধরাবে বলে আশাবাদী হলেও, বড় বাজেটের ছবি নিয়ে আশঙ্কা এখনও কাটছে না. তবে সামনের বছরই একগুচ্ছ ‘পয়সা উশুল’ বাণিজ্যিক ছবি মুক্তি পেতে চলেছে।
2/11

এই তালিকায় শাহরুখ খান, সলমন খানের কোনও ছবি এখনও না থাকলেও, দক্ষিণের তাবড় তারকাদের একগুচ্ছ ছবি। চার পছর পর ফের বড়পর্দায় দেখা যাবে আমির খানকে। এ ছাড়াও নারীকেন্দ্রিক ছবিও রয়েছে।
3/11

বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে আমির খান অভিনীত ‘লাল সিং চড্ডা’। চার বছর পর এই ছবির মাধ্যমেই ফের বড়পর্দায় দেখা যাবে আমিরকে। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ এই ছবি। আমিরের বিপরীতে রয়েছেন করিনা কপূর খান। এপ্রিলের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা।
4/11

টাইগার শ্রফ অভিনীত ‘হিরোপন্তি-২’ মুক্তি পেতে চলেছে এপ্রিলের শেষে।২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেন টাইগার। আগামী বছর তার সিকোয়েল মুক্তি পাচ্ছে। তবে কৃতী স্যাননের পরিবর্তে এ বার ছবির নায়িকা তারা সুতারিয়া।
5/11

এপ্রিলের মাঝামাঝি মুক্তি পাচ্ছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবি। মুখ্য ভূমিকায় দেখা যাবে যশ, শ্রীনিধি শেট্টি, সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডনকে। প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর সিকোয়েল নিয়ে আসছেন প্রযোজক-পরিচালক।
6/11

শুধুমাত্র দক্ষিণ ভারতের মধ্যে আর জনপ্রিয়তা সীমিত নেই অভিনেতা জোসেফ বিজয়ের। আগামী অ্যাকস ছবি ‘বিস্ট’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। ছবিমুক্তির দিন এখনও ঠিক হয়নি যদিও। ছবিতে বিজয়ের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে।
7/11

নতুন বছরের একেবারে গোড়াতেই হাজির হচ্ছেন ‘বাহুবলী’ প্রভাস। ছবির নাম ‘রাধেশ্যাম’। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে।
8/11

‘বাহুবলী’ এখন অতীত। নতুন বছরে ‘আরআরআর’ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক এসএস রাজামৌলি। এটি একটি পিরিয়ড ড্রামা। স্বাধীনতা শতকের একেবারে গোড়ার দিকে বিপ্লবী কাডকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। এনটি রামারাও জুনিয়র, রামচরণের সঙ্গে ছবিতে দেখা যাবে অজয় দেবগণ এবং আলিয়া ভট্টকে।
9/11

কলেজ পড়ুয়া বা পাশের বাড়ির মেয়ের চরিত্র ছেড়ে আগেই বেরিয়ে এসেছেন। তবে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে একেবারে অন্যরূপে দেখা যাবে আলিয়া ভট্টকে। সঞ্জয়লীল ভনশালী পরিচালিত ছবিতে যৌনপল্লীতে বিক্রি হয়ে যাওয়া তরুণী কী ভাবে মাফিয়া নেত্রী হয়ে ওঠেন, সেই গল্পই গল্প বোনা হয়েছে।
10/11

রাষ্ট্রীয় সম্মান পেলেও ইদানীং কালে বক্সঅফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি তাঁর ছবি। আগামী বছর ‘ধকড়’ নিয়ে হাজির হচ্ছেন কঙ্গনা রানাউত। হলিউডের লারা ক্রফ্ট চরিত্রের আদলে তাতে অ্যাকশন করতে দেখা যাবে নায়িকাকে।
11/11

দীর্ঘ টালবাহানার পর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট। এ ছাড়াও দক্ষিণী তারকা নাগার্জুনকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
Published at : 17 Dec 2021 05:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
