এক্সপ্লোর
Shilpa Shetty: সাদা পোশাকে সাজল শিল্পা শেট্টির গোটা পরিবার, আরতি, নাচ, উৎসবে শেষ হল গণেশ চতুর্থী
Ganesh Chaturthi 2022: বিসর্জনের গানের তালে পাও মেলালেন শিল্পা। তবে সদ্য সুস্থ হয়েছেন তিনি। সদ্য শ্যুটিং করতে গিয়ে পায়ের হাড় ভেঙে গিয়েছিল শিল্পার।
বিসর্জনের গানের তালে পাও মেলালেন শিল্পা। তবে সদ্য সুস্থ হয়েছেন তিনি। সদ্য শ্যুটিং করতে গিয়ে পায়ের হাড় ভেঙে গিয়েছিল শিল্পার।
1/10

বাড়িতে মহা সমারোহে গণেশপুজো, আর তারপর বিসর্জনেও জমিয়ে দিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বিসর্জনের আগে নিজের হাতে আরতি সারলেন তিনি।
2/10

। সাদার ওপর ভরাট কাজের সারারা পরেছিলেন শিল্পা। সেই একই প্রিন্টের পোশাকে সেজেছিলেন স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ও তাঁদের একরত্তি ছেলে। প্রসাদ বিতরণ, ভক্তিভরে প্রণাম, সবেতেই অগ্রণী শিল্পা।
Published at : 03 Sep 2022 12:22 AM (IST)
আরও দেখুন






















