এক্সপ্লোর
রিয়্যালিটি শো নাকি পূনর্মিলন উৎসব? মঞ্চ মাতালেন সোহম-শ্রাবন্তী জুটি

রিয়্যালিটি শো নাকি পূনর্মিলন উৎসব? মঞ্চ মাতালেন সোহম-শ্রাবন্তী জুটি
1/10

ডান্স বাংলা ডান্সের মঞ্চে যেন পূনর্মিলন উৎসব। তারকা বিচারকদের সঙ্গে মঞ্চে হাজির হয়েছে রুপোলি পর্দার হিট জুটি। সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
2/10

প্রায় প্রতি সপ্তাহেই তারকা বিচারকের আসনে এই মঞ্চে উপস্থিত থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রতিযোগীদের সঙ্গে মঞ্চ মাতান তিনিও।
3/10

তবে বিচারক আসনে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই। এই বছর মহালয়ার দুর্গার ভূমিকায় রয়েছেন তিনি।
4/10

মঞ্চের অপর তারকা বিচারক জিৎ ও সপ্রতিভ। সূত্রের খবর এই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ছবিতে অভিনয় করবেন তিনি।
5/10

নিজের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় বের করে মঞ্চে হাজির ছিলেন তারকা রাজনীতিবিদ সোহম চক্রবর্তীও
6/10

রাজনীতি, অভিনয় আবার প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে নাচ, সবদিকেই নজর কাড়েন সোহম
7/10

অন্যদিকে বরাবরের মতোই মঞ্চে উঠে প্রতিযোগীদের সঙ্গে পা মেলালেন শ্রাবন্তী
8/10

রিমঝিম মিত্র ও ওম সাহানির সঙ্গে এক ফ্রেমে সোহম
9/10

নাচ, খুনসুটি ও মজায় জমে উঠল গোটা এপিসোড। সৌমিলির সঙ্গে এক ফ্রেমে দেখা গেল সোহমকে
10/10

আজ এবং আগামীকাল অর্থাৎ ১৮ ও ১৯ তারিখ রাত সাড়ে ৯টায় দেখা যাবে এই অনুষ্ঠান।
Published at : 18 Sep 2021 03:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
