এক্সপ্লোর
Subha Bijoya: চূর্ণির হাত ধরে ভালবাসার বার্তা কৌশানীর, মুক্তি পেল নতুন ছবির ট্রেলার
Film Subha Bijoya: এই ছবির গল্প পারিবারিক। পরিচালকের দাবি, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের অভিব্যক্তিই এই ছবির প্রানকেন্দ্র।

চূর্ণির হাত ধরে ভালবাসার বার্তা কৌশানীর, মুক্তি পেল নতুন ছবির ট্রেলার
1/10

এক পরিবারের গল্প। স্বপ্নভাঙার গল্প। স্বপ্নপূরণের গল্প। মুক্তি পেল রোহন সেনের নতুন ছবি শুভ বিজয়া (Subha Bijoya)-র ট্রেলার
2/10

এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)।
3/10

এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করছেন মানসী সিংহ (Manashi Sinha), অমৃতা দে (Amrita Day) । ও দেবতনু (Devtanu) ।
4/10

প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। ২ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। ছবির ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে অভিনেতা বনি বলেছিলেন, 'অনেকের ধারণা থাকে, কিছু অভিনেতা কমার্শিয়াল ছবিতে কাজ করছেন আর কিছু অভিনেতা অন্য ধারার ছবিতে, এমনভাবে বিভক্ত করে ফেলা হয় ।'
5/10

বনি আরও বলেছেন, 'এই ছবিতে খুব সার্থক মেলবন্ধন ঘটানো হয়েছে । আশা করি ছবিতে খুব ভালো কাজ করবে এই দুই জুটি । বিজয়াতে সবার মন খারাপ হয় কিন্তু এই 'বিজয়া' মন ভাল করে দেবে ।'
6/10

এই ছবির গল্প পারিবারিক। পরিচালকের দাবি, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের অভিব্যক্তিই এই ছবির প্রানকেন্দ্র। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে চূর্ণির হাত ঘরে হাঁটু গেড়ে বসে তাকে ভালবাসার বার্তা দেন কৌশানী
7/10

সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার শেয়ার করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা।
8/10

imaএই প্রথম পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে কৌশিক ও চূর্ণিকে। একেবারে অন্যরকম লুকে দেখা যাবে বনি ও কৌশানিকেও।
9/10

কিছুক্ষণ এন্টারটেনমেন্টের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।
10/10

এক পরিবারের গল্প। স্বপ্নভাঙার গল্প। স্বপ্নপূরণের গল্প বলবে শুভ বিজয়া
Published at : 03 Nov 2022 12:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
অটো
Advertisement
ট্রেন্ডিং
