এক্সপ্লোর
Heropanti 2 Promotion: 'হিরোপন্তি ২'-এর প্রচারে নজর কাড়লেন টাইগার-তারা

হিরোপন্থী টু
1/10

আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে 'হিরোপন্তি ২'। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন ছবির তারকারা।
2/10

এদিন 'হিরোপন্তি ২' ছবির প্রচারে দেখা গেল টাইগার শ্রফ এবং তারা সুতারিয়াকে। দুজনের পরনেই ছিল কালো রঙের পোশাক।
3/10

'হিরোপন্তি ২' ছবির প্রচারে এসে স্টাইল স্টেটমেন্ট নজর কাড়লেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া দুজনেই। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁদেরই।
4/10

'হিরোপন্তি ২' ছবিতে টাইগার শ্রফ অভিনীত চরিত্রের নাম বাবলু। এবং তারা সুতারিয়ার অভিনীত চরিত্রের নাম ইনায়া।
5/10

সম্প্রতি ছবির নতুন পোস্টার শেয়ার করেন অভিনেতা। এই ছবিতে যে জমজমাট অ্যাকশন থাকতে চলেছে তা বেশ স্পষ্ট।
6/10

অজস্র বন্দুকের মুখে ঠান্ডা দৃষ্টি স্থির সামনে। নতুন অবতারে নজর কেড়েছেন টাইগার। খলনায়ক লায়লার চরিত্রে অভিনেতা নওয়াজউদ্দিনকে দেখতে চলেছেন দর্শকেরা।
7/10

২০১৪ সালে মুক্তি পায় 'হিরোপন্তি'। এই ছবিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছিল কৃতী শ্যাননকে।
8/10

ইতিমধ্যেই 'হিরোপন্তি ২' ছবির ট্রেলার ও টিজার মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। ট্রেলার মুক্তি পেতেই এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।
9/10

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক আহমেদ খান বলেন, 'টাইগার শ্রফের সঙ্গে কাজ করা যেন বাড়ির পরিবেশে কাজ করার মতো। যেভাবে ও কাজ করে তা এক কথায় অসাধারণ। বর্তমানে টাইগার শ্রফ সবথেকে সেরা এবং সর্ব কনিষ্ঠ অ্যাকশন হিরো। অসাধারণ দক্ষতার সঙ্গে ও সমস্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছে। কাজের ক্ষেত্রে ও নিজের ২০০ শতাংশ দেয়। ওর সঙ্গে কাজ করা সবসময়ই মজাদার। এত অল্প বয়সেও যেভাবে ও দক্ষতার সঙ্গে অভিনয় করছে, তা অবশ্যই প্রশংসাযোগ্য।'
10/10

'হিরোপন্তি ২' ছবিতে তারা সুতারিয়ার সঙ্গে টাইগার শ্রফের জুটি দর্শক কতটা পছন্দ করেন, এখন সেটাই দেখার। পাশাপাশি নজর থাকবে বক্স অফিস কালেকশনেও।
Published at : 21 Apr 2022 06:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
