এক্সপ্লোর
Uorfi Javed: 'আমি ভারতের পরবর্তী কিম কার্দাশিয়ান হতে চাই', উরফির মন্তব্য ভাইরাল!
Urfi Javed: অ্যামাজন প্রাইমে আসছে নতুন সিরিজ 'ফলো কর লো ইয়ার' যার মুখ্য চরিত্রে দেখা যাবে উরফিকে।
উরফি জাভেদ
1/10

উরফি জাভেদের নতুন করে ভূমিকার প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রি, সর্বত্রই তাঁর নাম জনপ্রিয়। তবে এবার তাঁর সাফল্যে নয়া পালক। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে।
2/10

ঘোষণা হয়েছিল আগেই। অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ 'ফলো কর লো ইয়ার'-এ দেখা যাবে উরফিকে। এবার তার ট্রেলার এল প্রকাশ্যে যা রীতিমতো আলোচনায় উঠে এসেছে।
3/10

ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে উরফি জাভেদের ফ্যাশন দুনিয়া। সেখানে তাঁকে নিজের পরিবারের সম্পর্কে, নিজের সিদ্ধান্ত, ফ্যাশন সম্পর্কেও কথা বলতে শোনা যাচ্ছে।
4/10

তাঁর একাধিক বিখ্যাত ফ্যাশন অবতারের ঝলকও মেলে ট্রেলারে। সেখানেই তাঁকে ঘোষণা করতে শোনা যায় তিনি ভারতের পরবর্তী কিম কার্দাশিয়ান হতে চান।
5/10

ট্রেলার লঞ্চের সময় উরফি জাভেদকে তাঁর ভয় ও অন্যান্য আবেগ অনুভূতি সম্পর্কে কথা বলতে শোনা যায়। সেখানেও তিনি কিম-প্রসঙ্গ তোলেন।
6/10

উরফি বলেন, 'আমি মনে করি আমি ঠিকঠাক। মানে আমি এমন নই, হ্যাঁ মানে আপনার আমাকে খুব উত্তেজিত বা ভীত মনে হবে না।'
7/10

'আমি এরকমই, তবে রাগ একটা সমস্যা। হ্যাঁ রাগ হয় কিন্তু তাছাড়া আমার আর কোনও আবেগ অনুভূত হয় না।'
8/10

'ভয় পাই। এখন যদি এখানে পুলিশ চলে আসেন তাহলে আমি ভয় পাব।' একইসঙ্গে উরফি বলেন, যে এই সিরিজের ১০টা সিজনের করতে চান তিনি।
9/10

২৩ অগাস্ট থেকে 'ফলো কর লো ইয়ার' প্রিমিয়ার শুরু হবে। ৯ পর্বের এই সিরিজের প্রযোজক সল প্রোডাকশন ও পরিচালনা করেছেন সন্দীপ কুকরেজা।
10/10

নির্মাতাদের দাবি এই সিরিজ 'ভারতের সবচেয়ে বড় ভাইরাল সেনসেশন উরফি জাভেদের প্রাণবন্ত এবং চিত্তাকর্ষক জীবনের একটি অনাবৃত এবং নিমগ্ন দৃষ্টিভঙ্গি'।
Published at : 17 Aug 2024 10:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























