এক্সপ্লোর
Uttoron release: এমএমএস বদলে দেবে জীবন, ঘুরে দাঁড়াবে পর্ণা? উত্তর মিলবে 'উত্তরণ' - এ
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/fb580972e1fede600a25f4bdedf16af1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মধুমিতা-রাজদীপ
1/11
![এক ক্লিকে বদলে যাবে একটা জীবন! প্রকাশ্যে মধুমিতা সরকারের নতুন ওয়েবসিরিজ 'উত্তরণ'-এর প্রথম লুক। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ভাগ করে নিয়েছেন খোদ নায়িকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/7ba93ef8749bd47274d42d9a7a482b9c09a30.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এক ক্লিকে বদলে যাবে একটা জীবন! প্রকাশ্যে মধুমিতা সরকারের নতুন ওয়েবসিরিজ 'উত্তরণ'-এর প্রথম লুক। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ভাগ করে নিয়েছেন খোদ নায়িকা।
2/11
![আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন মধুমিতা। লিখেছেন, 'একটা click-এ পাল্টে গেলো একটা মেয়ের জীবন... এটা হল 'উত্তরণ'-এর প্রথম লুক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/b0eb24fdd3561c74eb855f72d5f2ea5f534f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন মধুমিতা। লিখেছেন, 'একটা click-এ পাল্টে গেলো একটা মেয়ের জীবন... এটা হল 'উত্তরণ'-এর প্রথম লুক।
3/11
![জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'হইচই'-তে আমার প্রথম ওয়েবসিরিজ। এই ছবিতে মধুমিতার বিপরীতে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/26a9961cc3cbf3395b0264966039dbad924a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'হইচই'-তে আমার প্রথম ওয়েবসিরিজ। এই ছবিতে মধুমিতার বিপরীতে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত।
4/11
![প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 'সিরিজের গল্প আবর্তিত হয়েছে একটা এমএমএস ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। সদ্য বিবাহিত পর্ণা না জেনেই একটি এমএমএস ফাঁস কাণ্ডে জড়িয়ে পড়ে। গোটা সিরিজের গল্প আবর্তিত হয়েছে পর্ণার জীবনের ওঠাপড়া নিয়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/a43597db70e777090e1ec355e500881ca0a38.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 'সিরিজের গল্প আবর্তিত হয়েছে একটা এমএমএস ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। সদ্য বিবাহিত পর্ণা না জেনেই একটি এমএমএস ফাঁস কাণ্ডে জড়িয়ে পড়ে। গোটা সিরিজের গল্প আবর্তিত হয়েছে পর্ণার জীবনের ওঠাপড়া নিয়ে।
5/11
![সিরিজের শেষে যেন নিজের ছাই থেকেই জন্ম নেমে পর্ণা, ঠিক ফিনিক্স পাখির মতো।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/629fa4d0ccd4ec222475934265a25633b4a82.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিরিজের শেষে যেন নিজের ছাই থেকেই জন্ম নেমে পর্ণা, ঠিক ফিনিক্স পাখির মতো।
6/11
![সিরিজের শুরু হয় পর্ণার নতুন বিবাহিত জীবনের গল্প দিয়ে। এরপর একটা এমএমএস ফাঁস ও পর্ণার পরিবারে তার প্রভাব নিয়ে এগোয় সিরিজের গল্প। কার্যত পর্ণার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/f5d884aec34e35b0b8a3de7b70d6fc2efff5d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিরিজের শুরু হয় পর্ণার নতুন বিবাহিত জীবনের গল্প দিয়ে। এরপর একটা এমএমএস ফাঁস ও পর্ণার পরিবারে তার প্রভাব নিয়ে এগোয় সিরিজের গল্প। কার্যত পর্ণার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।
7/11
![সিরিজের গল্পে অপর গুরুত্বপূর্ণ চরিত্র পর্ণার দেওর নিলার্ক। পর্ণার বদলের অন্যতম কাণ্ডারী এই নিলার্কই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/51111a58e12ccf4eda8faab8e1f8f6924813c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিরিজের গল্পে অপর গুরুত্বপূর্ণ চরিত্র পর্ণার দেওর নিলার্ক। পর্ণার বদলের অন্যতম কাণ্ডারী এই নিলার্কই।
8/11
![সিরিজের শেষে পর্ণার জীবন কীভাবে বদলে যাবে সেটাই দেখার। পর্ণা কি আদৌ সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে পারবে? কোনদিকে মোড় নেবে পর্ণা ও অভির বিবাহিত জীবন? গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে রয়েছে সেই একাধিক প্রশ্নের উত্তর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/976f190e356c648093702a41a15bfa0c84e28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিরিজের শেষে পর্ণার জীবন কীভাবে বদলে যাবে সেটাই দেখার। পর্ণা কি আদৌ সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে পারবে? কোনদিকে মোড় নেবে পর্ণা ও অভির বিবাহিত জীবন? গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে রয়েছে সেই একাধিক প্রশ্নের উত্তর।
9/11
![কেবল গল্প নয়, প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসেই মুক্তি পাবে 'উত্তরণ'। এর আগে সোশ্যাল মিডিয়ায় 'উত্তরণ' -এর শ্যুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করেছিলেন মধুমিতা। সেখানে মধুমিতার পাশে দেখা গিয়েছিল রাজদীপকে। ছবি শেয়ার করে মধুমিতা লিখেছিলেন, 'খুব ব্যস্ত শ্যুটিং কিন্তু একটা ভালো শুরু।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/4d99601b126a51675a4f94dcd6df801d5a253.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেবল গল্প নয়, প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসেই মুক্তি পাবে 'উত্তরণ'। এর আগে সোশ্যাল মিডিয়ায় 'উত্তরণ' -এর শ্যুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করেছিলেন মধুমিতা। সেখানে মধুমিতার পাশে দেখা গিয়েছিল রাজদীপকে। ছবি শেয়ার করে মধুমিতা লিখেছিলেন, 'খুব ব্যস্ত শ্যুটিং কিন্তু একটা ভালো শুরু।'
10/11
![এই সিরিজের হাত ধরেই প্রথমবার রাজদীপের সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা। অর্থাৎ নতুন জুটি পেতে চলেছে বিনোদন দুনিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/c49ad7d0cfc5bdde617ba455dd99fdab70066.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই সিরিজের হাত ধরেই প্রথমবার রাজদীপের সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা। অর্থাৎ নতুন জুটি পেতে চলেছে বিনোদন দুনিয়া।
11/11
![এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। এটিই তাঁর প্রথম ওয়ের সিরিজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/85c60efa4af088a79095ef450bbd7f7db7d56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। এটিই তাঁর প্রথম ওয়ের সিরিজ।
Published at : 02 Jan 2022 10:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)