এক্সপ্লোর
Anant-Radhika Pre-Wedding Ceremony: অনন্ত-রাধিকাকে বহুমূল্য উপহার, ‘গডফাদার’ শাহরুখ থেকে ‘ভাইজান’ সলমন, হাত খুলে খরচ তারকাদের
Bollywood at Ambani wedding: কার্পণ্য করলেন না বলিউড তারকারা। —ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/10

পৃথিবীর সব ধন-ঐশ্বর্য যাঁদের কাছে, অন্যের উপহারের ধার ধারেন কি তাঁরা? কিন্তু আম্বানি পরিবারও সেই গোত্রেই পড়েন। পৃথিবীর তাবড় ধবনকুবের থেকে তারকাদের আনাগোনা লেগেই থাকে তাঁদের পারিবারিক অনুষ্ঠানে। তবে উপহার গ্রহণের চেয়ে আগত অতিথিদের আপ্যায়নেই বেশি জোর দেন তাঁরা। ফাইল চিত্র।
2/10

তবে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাঁদের ভালবাসা এবং উপহারে ভরিয়ে দিলেন বলিুড তারকারাও। যুগলকে বহুমূল্য উপহারে ভরিয়ে দিয়েছেন সকলে। ফাইল চিত্র।
Published at : 12 Mar 2024 11:18 AM (IST)
আরও দেখুন






















