এক্সপ্লোর
Year Ender 2022: 'আর আর আর' থেকে 'কান্তারা', বক্স অফিস মাতিয়ে রাখা ৫ 'প্যান ইন্ডিয়া' ছবি
Year Ender: ২০২২ সাল শেষের পথে। কোন পাঁচটি 'প্যান ইন্ডিয়া' ছবি রইল সেরার তালিকার শীর্ষে, যা মানুষের মনে জায়গা করে নিয়েছে।
বর্ষ শেষে শীর্ষে কারা?
1/10

বলিউডে চলতি বছরে লক্ষ্মী বিশেষ সহায় না হলেও একগুচ্ছ 'প্যান ইন্ডিয়া' ছবি রীতিমতো রাজত্ব করেছে বক্স অফিসে। দুর্দান্ত গল্প থেকে দারুণ বিষয়বস্তু, একাধিক কারণে 'অ-হিন্দি' ছবিগুলি মানুষের মন জয় করেছে। বর্ষশেষে দেখা যাক পাঁচটি 'প্যান ইন্ডিয়া' ছবি, যা মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
2/10

'কান্তারা': কন্নড় ভাষার এই ছবি পরিচালনা করেছেন ঋষভ শেট্টি। গোটা ভারতেই দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি, কৃতিত্ব, প্রোডাকশন ডিজাইন, সিনেম্যাটোগ্রাফি ও কর্ণাটকের স্থানীয় 'ভূত কলা' সংস্কৃতির বর্ণনা।
Published at : 26 Dec 2022 02:30 PM (IST)
আরও দেখুন






















