এক্সপ্লোর
Urfi Javed: ব্লেড, বস্তা উঠেছে গায়ে, কখনও শুধু গুটিকয়েক সুতো ! উরফির অদ্ভুত সব পোশাক
Urfi Javed Dress: পোশাক নিয়ে বছরের প্রায় সারাটা সময়ই বিতর্কের কেন্দ্রে উরফি জাভেদ। বলিউডের অন্যতম সেনসেশন কুইন উরফি। পোশাক নিয়ে নানারকম পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়েই সংবাদের শিরোনামে দেখা যায় তাঁকে।
ছবি - নিজস্ব
1/8

পোশাক নিয়ে বছরের প্রায় সারাটা সময়ই বিতর্কের কেন্দ্রে উরফি জাভেদ। বলিউডের অন্যতম সেনসেশন কুইন উরফি। পোশাক নিয়ে নানারকম পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই সংবাদের শিরোনামে দেখা যায় তাঁকে। আর সেই জন্য কখনও গায়ে তুলে নেন ব্লেডের পোশাক, কখনও অ্যালুমিনিয়াম পাত আবার কখনও পাতার পোশাকে ঢেকে রাখেন নিজের শরীর। ছবি- নিজস্ব
2/8

অনেকেই তাঁকে 'অশ্লীল' বলে দাগিয়ে দিয়েছেন, খুনের হুমকিও পেয়েছেন বেশ কয়েকবার। কিন্তু পোশাকের ট্রেন্ড ছাড়েননি উরফি। এই অবসরে চলুন দেখে নেওয়া যাক ২০২৩-এ কখন কোন পোশাকের জন্য শিরোনামে এসেছেন উরফি জাভেদ! ছবি- নিজস্ব
Published at : 28 Dec 2023 04:38 PM (IST)
আরও দেখুন






















