এক্সপ্লোর
'বিজেপির লড়াই আরও দৃঢ় হবে' রাজীব-বৈশালীদের গেরুয়া উত্তরীয় পরিয়ে বললেন শাহ

1/13

দিল্লি বিস্ফোরণের জেরে বঙ্গ সফর বাতিল করলেন অমিত শাহ। এদিকে আজই অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশাখী ডালমিয়া, প্রবীর ঘোষাল সহ কয়েকজন তৃণমূল দলত্যাগীর।
2/13

অমিত শাহের সভা বাতিল, তারপর তৃণমূল দলত্যাগীদের যোগদান ঘিরে জল্পনা। দিনের শেষে রাজধানীতে গিয়েই গেরুয়া উত্তরীয় পরলেন রাজীব-বৈশালী-রুদ্রনীলরা। পরতে পরতে নাটক আর বিতর্ক। কী কী ঘটল আজ সারাদিনে? দেখুন -
3/13

দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়-বৈশালী ডালমিয়া-রুদ্রনীল ঘোষ-প্রবীর ঘোষাল-রথীন চক্রবর্তীরা। নিজের ট্যুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করে অমিত শাহ লিখেছেন, ‘আমি নিশ্চিত, আমাদের দলে তাঁরা যোগ দেওয়ায় সোনার বাংলা গড়তে বিজেপির লড়াই আরও দৃঢ় হবে।
4/13

পৌঁছতে একটু দেরি হলেও আজই বিজেপিতে যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
5/13

যোগদানকারী সবাইকে গেরুয়া উত্তরীয় পরিয়ে শিবিরে আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
6/13

অন্যদিকে ইতিমধ্যেই সেজে উঠেছে ডুমুরজলা স্টেডিয়াম। আগামীকাল সেখানে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি।
7/13

বালি থেকেই প্রার্থী হতে চাই, বিজেপিতে যোগ দিয়ে জানালেন বৈশালী ডালমিয়া
8/13

আগামীকাল ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ
9/13

অমিত শাহের পা ছুঁয়ে প্রণাম করেন বৈশালী। দেওয়া হয় ফুলও।
10/13

‘কাল হাওড়ায় আরও অনেকের বিজেপিতে যোগ দেবেন’, যোগদানের পর জানান রাজীব।
11/13

সেখানেই বিজেপিতে যোগ দেন রাজীব, বৈশালী, প্রবীর, রথীন চক্রবর্তী, পার্থসারথি চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ
12/13

যোগদান কর্মসূচী যাতে স্থগিত না থাকে যেজন্য বিজেপির তরফে পাঠানো হয় চার্টার্ড ফ্লাইট। তাতে করেই রাজধানীর উদ্দেশে রওনা দেন টিম রাজীব-বৈশালী।
13/13

রাত্রে অমিত শাহের বাসভবনে পৌঁছান তাঁরা।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
