বিহারে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে গল্প হোক কিংবা আড্ডা কিংবা ক্রিকেট খেলা, সুশান্ত যেন হয়ে যেতেন একেবারে মাটির মানুষ। তাই ঘরের ছেলের মৃত্যুতে শোকে স্তব্ধ বিহার।
2/8
মায়ের ইচ্ছাতে ১৭ বছর গ্রামে ফিরেছিলেন সুশান্ত।
3/8
পূর্ণিয়া জেলার ছেলে সুশান্ত সিং রাজপুত বরাবরই ছিলেন তুখোড় মেধার। সে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করা হোক কিংবা অংক অলিম্পিয়াড, একের পর এক নির্দশন রাখেন মেধার।
4/8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বিহারী ভাষায় কথা বলছেন সুশান্ত।
5/8
ছবি - ট্যুইটার।
6/8
গ্রামের মানুষদের সঙ্গে অনায়াসে মিলে মিশে যেতেন সুশান্ত।
7/8
বিহারের পূর্ণিয়া জেলার গ্রাম থেকে তাঁর উত্থান। বলিউডের রুপোলি পর্দার আকর্ষণ, ক্যামেরার ঝলকানি ভুলিয়ে দেয়নি শিকড়ের টান। সময় পেলেই ছুটে যেতেন গ্রামে। সময় কাটাতেন জন্মস্থানের মানুষদের সঙ্গে। মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুশান্ত সিং রাজপুতের গ্রামে সময় কাটানোর ছবি। সুশান্তের সহজ হাসি, ঘরের ছেলের মতো সকলের সঙ্গে মিশে যাওয়ার প্রমাণ মেলে ছবিগুলি থেকে।