উৎসব চলবে ১৪ ই ফ্রেবুয়ারি পর্যন্ত। উৎসবে বিভিন্ন দিনে হাজির হবেন মুম্বই ও বাংলার বিভিন্ন গায়ক-গায়িকারা। ছবি: কমলকৃষ্ণ দে
2/6
'গোলমাল' সিরিজ ছাড়াও 'কেয়া কুল হ্যায় হাম', 'ডার্টি পিকচার'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তুষার। অন্যদিকে মহিমা 'পরদেশ', 'বাগবান'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
3/6
বলিউডে জিতেন্দ্র নাচের জন্য বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর পুত্র তুষারও দেখিয়ে দিলেন, বাবার চেয়ে কিছু কম যান না।
4/6
জেলায় জেলায় আজাদ হিন্দ কালচারাল সেন্টার হবে। রাজারহাটে আজাদ হিন্দ বাহিনী সৌধ হচ্ছে। বর্ধমানে কাঞ্চন উৎসবের উদ্বোধন করে একথা বললেন দমকলমন্ত্রী সুজিত বসু।
5/6
উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন মহিমা-তুষার।
6/6
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিমা চৌধুরী ও তুষার কপূর।