এক্সপ্লোর
Bathroom Camping : বাড়ছে স্ট্রেস, উদ্বেগ, বাঁচতে অভিনব উপায় 'বাথরুম ক্যাম্পিং', ক্রমেই হচ্ছে জনপ্রিয়, কী সেটা?
কাজের ফিরিস্তি, খ্যাচখ্যাচানি এসব থেকে মুক্তি পেতে চাইছে মন। আপনি হয় হাঁপিয়ে উঠছেন। কিন্তু এই মুহূর্তে বাড়ি বা অফিস থেকে বেরিয়ে যেতেও পারছেন না। তখন কী করবেন?
বাথরুম ক্যাম্পিং
1/8

চারিদিকে অসম্ভব কোলাহল। আপনাকে হাতের নাগালে পেলেই কেউ হয়ত কিছু কাজের অর্ডার করছে। কেউ হয়ত বাজারের ফর্দ হাতে ধরাচ্ছে। কেউ আবার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। কিন্তু আপনার মন এসব কিছুই চাইছে না। মনে হচ্ছে পালিয়ে যাই। কি, এমনটা হয়তো আপনার সঙ্গে?
2/8

কাজের ফিরিস্তি, খ্যাচখ্যাচানি এসব থেকে মুক্তি পেতে চাইছে মন। আপনি হয় হাঁপিয়ে উঠছেন। কিন্তু এই মুহূর্তে বাড়ি বা অফিস থেকে বেরিয়ে যেতেও পারছেন না। তখন কী করবেন?
3/8

এমন সময় অনেকেই মুহূর্তের জন্য শান্তির আস্তানা খুঁজে নিচ্ছেন স্নানাগার বা বাথরুমে। এর একটা পোশাকি নামও রয়েছে। বাথরুম ক্যাম্পিং।
4/8

জেন জ়েডের মধ্যে খুব নাকি জনপ্রিয় হয়েছে এই আইডিয়া। বাথরুম ক্যাম্পিং প্রবণতাটি এখন বেশ ট্রেন্ডিং। দ্য নিউ ইয়র্ক পোস্টের মতে, সব কিছু থেকে পালিয়ে বাথরুমে গিয়ে দোর দিচ্ছেন অনেকে। সেখানে গিয়ে কেউ মন দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, কেউ গানে। এটি নিজের মনেরযত্ন নেওয়ার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়।
5/8

যখন আপনি নিজের জন্য একটা ঘরও পাচ্ছেন না, পারছেন না বারান্দায় একটু একা দাঁড়াতে, তখম একা সময় কাটানোর জন্য সেরা অপশন বাথরুম। নিজের মনকে রিচার্জ করার একটি উপায়।
6/8

দ্য নিউ ইয়র্ক পোস্টের মতে, এই ট্রেন্ডটি হাজার হাজার মানুষের মধ্যে সাড়া ফেলেছে। নেটমাধ্যমে অনেকেই লিখেছেন, "ওহ, আমি ভেবেছিলাম এটা কেবল আমিই করি"
7/8

নেটিজেনদের অনেকের মতে, শৈশবেও অনেক কঠিন সময়ে বাথরুমকেই তারা একমাত্র নিরাপদ বোধ করতেন। যেমন কারও মতে, ছোটবেলায় যখন তাঁদের বাবা-মা ঝগড়া করতেন তখন তাঁরা বাথরুমে লুকিয়ে থাকতেন অশান্তি এড়াতে।
8/8

আর একথা নিশ্চয় কারও অস্বীকার করার কারণ নেই যে, ছোটবেলায় পড়ায় ফাঁকি দিতে বাথরুমকে বেছে নেওয়া খুবই পপুলার আইডিয়া। যুগ যুগ ধরে এভাবেই কচিকাঁচারা ক্লাস বা পড়া ফাঁকি দেয়।
Published at : 11 Jul 2025 10:56 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























