এক্সপ্লোর
Black Pepper Benefits: গোলমরিচের ব্যবহারে রান্নায় আসে স্বাদ, এই মশলার স্বাস্থ্যগুণও অনেক
Black Pepper: রান্নায় কেন ব্যবহার করবেন গোলমরিচ? বিভিন্ন খাবারের সঙ্গে কেন খাবেন এই মশলা? জানেন এর গুণ কত?
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। অনেক রান্নাতেই গোমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়। এর ফলে খাবারের স্বাদ বাড়ে। তবে এই মশলার রয়েছে অনেক গুণ।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। গোলমরিচ বিভিন্ন ধরনের স্যালাডে কিংবা সেদ্ধ খাবারে ব্যবহার করলেই সেইসব খাবার খেতে সুস্বাদু লাগে। ডিম সেদ্ধর, পাউরুটি, গ্রিল করা মাছ, মাংসের সঙ্গেও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে বেশ ভাল লাগে।
Published at : 21 Aug 2024 02:21 PM (IST)
আরও দেখুন






















