এক্সপ্লোর
Weight Loss: ভাতের থালা দূরে ঠেলতেই পারেন, ফেলা চলবে না ভাতের ফ্যান, মেদ ঝরাতে চাই-ই চাই
Cooked Rice Water Benefits: ওজন ঝরানোর কাজে লাগতে পারে ভাতের ফ্যান। অবিশ্বাস্য ঠেকলেও, ফল পাবেন হাতেনাতে।
ছবি: ফ্রিপিক।
1/10

মেদ ঝরানোর কথা উঠলে, আগে ডায়েট থেকে ভাত বাদ দিই আমরা। ক্যালরির কথা মাথায় রেখে এমন পরামর্শ দেন বিশেষজ্ঞরাও।
2/10

কিন্তু ভাত যদিও বা বাদ দেন ডায়েট থেকে, ভাতের ফ্যান কিন্তু ওজন ঝরানোর কাজে লাগাতে পারেন। ভাতের ফ্যান শুনে নাক সিঁটকানোর কারণ নেই।
3/10

শুধু ওজন ঝরানোর জন্যই আদর্শ নয়, আরও গুণাগুণ রয়েছে ভাতের ফ্য়ানের। পুষ্টিগুণেও সমৃদ্ধ।
4/10

ভাতের ফ্য়ানে যে পুষ্টিকর উপাদান রয়েছে, তা মেদ ঝরাতে সাহায্য করে। নিয়মিত ডায়েটে রাখলে কাঙ্খিত ওজনে পৌঁছে যেতে পারবেন আপনি।
5/10

তবে ভাত পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চাল যখন আধসেদ্ধ হয়ে যাবে, তখনই পরিমাণ মতো ফ্যান আলাদা করে ঢেলে নিন কাপে।
6/10

এর পর তাতে স্বাদ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। উষ্ণ গরম থাকতে থাকতেই গলায় ঢালুন। স্বাদও খুব খারাপ নয়।
7/10

মধ্যাহ্নভোজের এক ঘণ্টা আগে এ ভাবে ভাতের ফ্যান গলায় ঢালতে পারেন। এতে পেট ভর্তি থাকে বেশ কিছু ক্ষণ। ফলে গলা পর্যন্ত খেতেও পারবেন না।
8/10

সাধারণত দুপুরে আমরা যে খাবার খাই, তাতে ৬৫০ থেকে ১০০০ ক্যালরি থাকে। সেখানে এক কাপ ভাতের ফ্যানে ক্যালরি থাকে ১৫০ ক্যালরি। আবার পেটও ভর্তি থাকে অনেক ক্ষণ।
9/10

ভাতের ফ্যান শরীরে এনার্জি জোগায়। এ ছাড়াও কোষ্ঠকাঠিন্য, জলশূন্যতা দূর করতেও কাজে লাগে। ভাইরাল সংক্রমণ, ডায়রিয়া হলেও ভাতের ফ্যান গলায় ঢালা যায়।
10/10

আবার ভাতের ফ্যান ঠান্ডা করে চুলে লাগানোর প্রচলন আজকের নয়। এতে চুলের গোড়়া মজবুত হয়, বাড়ে জেল্লা। আজও জাপান-সহ বেশ কিছু দেশে এর চল রয়েছে।
Published at : 21 May 2023 01:18 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















