এক্সপ্লোর
Drinking Milk At Night : রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?
সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দুধের জুড়ি নেই। তবে কেউ সকালে, কেউ সন্ধ্যায় দুধ খান।
রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?
1/9

ঘুমোতে যাওয়ার আগে কি সত্যিই দুধ খাওয়া উপকারী ? দুধে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, প্রোটিন, ভিটামিন (A, K এবং B12), চর্বি, অ্যামিনো অ্যাসিড, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টের পুষ্টিগুণ। তাই ছোট থেকে বড় সকলেই খাদ্য তালিকায় দুধ রাখার পক্ষে।
2/9

সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দুধের জুড়ি নেই। তবে কেউ সকালে, কেউ সন্ধ্যায় দুধ খান। কেউ কেউ মনে করেন,দুধ খাওয়ার সর্বোত্তম সময় হল বিছানায় শুতে যাওয়ার ঠিক আগে। আবার কেউ কেউ এর বিরুদ্ধে।
Published at : 19 Jun 2023 04:45 PM (IST)
আরও দেখুন






















