এক্সপ্লোর
Friendship Tips:ভেঙে যাওয়া বন্ধুত্ব 'মিস' করেন? এই ভাবে ফেরানোর চেষ্টা করতে পারেন 'তাঁকে'
Lifestyle:ব্যক্তিভেদে সম্পর্কের সমীকরণ আলাদা। তবে অনেক সময়ই এমন হতে পারে যে সেই বন্ধুর কথা-ই হয়তো, বেশ কিছুটা সময় পর ভীষণ ভাবে মনে পড়তে থাকে। কী ভাবে জুড়বেন সেই সম্পর্ক?
ভেঙে যাওয়া বন্ধুত্ব 'মিস' করেন? এই ভাবে ফেরানোর চেষ্টা করতে পারেন 'তাঁকে' (ছবি:PIXABAY)
1/10

ছোটবেলা থেকে এক স্কুল, এক ক্লাস বা একই পাড়ায় লেখাপড়া করে বড় হয়েছেন, গলায়-গলায় বন্ধুত্ব! কিন্তু হঠাৎ জানতে পারলেন, সেই বন্ধু আপনারই প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠ, এমনকি দুই বাড়িতে বিয়ের কথাবার্তাও চলছে। ঠিক-ভুল ব্যতিরেকে প্রশ্ন হল, রাগ হবে কিনা? অনেক ক্ষেত্রে, এমন সব পরিস্থিতিতে রাগের মাথায় বহু বছরের বন্ধুত্ব ভেঙে যায়। কিন্তু তার পর? (ছবি:PIXABAY)
2/10

ব্যক্তিভেদে সম্পর্কের সমীকরণ আলাদা। তবে অনেক সময়ই এমন হতে পারে যে সেই বন্ধুর কথা-ই হয়তো, বেশ কিছুটা সময় পর ভীষণ ভাবে মনে পড়তে থাকে। এতদিনের বন্ধুকে 'মিস' -ও করতে শুরু করেন। অথচ ভেঙে যাওয়া বন্ধুত্ব জোড়া লাগাবেন কী ভাবে বুঝতে পারেন না। বিষয়টি একটু জটিল হলেও অসম্ভব নয়। (ছবি:PIXABAY)
Published at : 13 Jun 2024 04:23 PM (IST)
আরও দেখুন






















