এক্সপ্লোর
Toothpaste Hacks: শুধু দাঁত পরিষ্কার করতেই নয়, আরও যে যে কাজে লাগে মাজন
Daily Hacks: আরও যে যে কাজে লাগে মাজন। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

দিনের শুরুতেই প্রয়োজন পড়ে মাজনের। দাঁত ঘষেমেজে তবেই অন্য কোনও কাজে হাত দিই আমরা।
2/10

কিন্তু দাঁতমাজা ছাড়াও, আরও একাধিক কাজে লাগতে পাসাদাবা হালকা রংয়ের স্নিকার্স একটুতেই ময়লা হয়ে যায়। খাঁজে খাঁজে ময়লা জমে যায়। এক্ষেত্রে পুরনো ব্রাশে মাজন লাগিয়ে নিন। হালকা হাতে ঘষে নিন, তার পর মুছে নিন ভিজে কাপড় দিয়ে। দেখবেন একেবারে ঝকঝকে হয়ে গিয়েছে।রে মাজন। হাতেকলমে পরখ করে দেখতে পারেন।
Published at : 15 Jun 2024 06:25 PM (IST)
আরও দেখুন






















