এক্সপ্লোর
Ganga Sagar Mela 2022 : গঙ্গা ও সাগরের সঙ্গমে কেন মকর সংক্রান্তিতে স্নান করেন মানুষ? কী মাহাত্ম্য?
গঙ্গা ও সাগরের সঙ্গমে কেন মকর সংক্রান্তিতে স্নান করেন মানুষ?
1/10

প্রচলিত প্রবাদ- সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার৷ প্রবাদেই লুকিয়ে রয়েছে সাগর সঙ্গমে পুণ্য স্নানের মাহাত্ম্য৷
2/10

পৌরাণিক গল্প বলে, অযোধ্যার ঈক্ষাকু বংশের রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেন দেবরাজ ইন্দ্র। তিনি ঘোড়াগুলি গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমের পেছনে লুকিয়ে রেখেছিলেন। সেই ঘোড়া খুঁজতে গিয়েই কপিল মুনির রোষে পড়ে ভস্মীভূত হয়েছিলেন সগর রাজের ষাট হাজার জন ছেলে।
Published at : 13 Jan 2022 03:27 PM (IST)
আরও দেখুন






















