এক্সপ্লোর
Hair Care Tips: চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস', তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা !
Hair Care : এই ঘটনায় সবচেয়ে আশ্বর্যজনক বিষয় হল, কিছু কিছু ক্ষেত্রে মানুষের চুল মাত্র কয়েকদিনের মধ্যেই পুরোপুরি পড়ে গেছে।
চুল বাঁচাতে চুলচেরা বিশ্লেষণ !
1/8

চুল নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ ! মাত্র তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা গ্রামে। বিপজ্জনক সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছে এই রোগ। যা নিয়ে চিন্তা বাড়ছে গ্রামবাসীদের।
2/8

মানুষ ইতিমধ্যেই এইচএমপিভি নিয়ে খুব ভীত। এরই মধ্যে একটি অদ্ভুত রোগ দেখা যাচ্ছে মহারাষ্ট্রের বুলধানায়। গ্রামবাসীদের দাবি, একটি অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে গ্রামে। যেখানে মানুষের চুল হঠাৎ পড়ে যাচ্ছে। মাত্র তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা।
3/8

এক অদ্ভুত ঘটনার জেরে মহারাষ্ট্রের তিনটি গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ চুল পড়া ও টাক পড়ার সমস্যায় ভুগছেন নারী-পুরুষ ও শিশুরা। বুলধানা জেলার এই গ্রামের প্রায় ৩০ থেকে ৪০ জন লোক জানিয়েছেন, তাদের চুল হঠাৎ অনেকটাই পড়ে গেছে। এরপরই তদন্ত শুরু করেছেন স্বাস্থ্য় আধিকারিকরা।
4/8

এই ঘটনায় সবচেয়ে আশ্বর্যজনক বিষয় হল, কিছু কিছু ক্ষেত্রে মানুষের চুল মাত্র কয়েকদিনের মধ্যেই পুরোপুরি পড়ে গেছে। হঠাৎ চুল পড়া কোনও রোগ না অন্য কোনো কারণে তা ঘিরে রহস্য তৈরি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর গোটা জেলায় চুল নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
5/8

অনেকের কাছ থেকে হঠাৎ চুল পড়ার ক্রমাগত রিপোর্ট পাওয়ার পরে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বন্ডগাঁও, কালওয়াদ এবং হিংনা গ্রামে পৌঁছে তদন্ত শুরু করেন। এই ঘটনার কারণ জানতে রোগীদের পরীক্ষা করেন তাঁরা। এক বৃদ্ধা জানান, গত রবিবার থেকে তার চুল পড়ে যাচ্ছে। সে তার চুল একটি ছোট ব্যাগে রেখে দিয়েছে।
6/8

এক যুবক জানান, তার চুলও পড়ে যাচ্ছে। গত ১০ দিন ধরে তার চুল দ্রুত পড়ে যাচ্ছে। তার দাড়িও পড়ে যাচ্ছে। চুল পড়ায় ঘটনার পরই অনেকেই মাথা ন্যাড়া করেছেন। তদন্ত দলের সঙ্গে যুক্ত একজন ত্বক বিশেষজ্ঞ জানিয়েছেন, তিনটি গ্রাম থেকেই সংগ্রহ করা জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
7/8

জেলা স্বাস্থ্য আধিকারিক অমল গীতে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক তদন্তের জন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং একজন এপিডেমিওলজিস্টকে গ্রামে পাঠিয়েছি। প্রায় 99 শতাংশ ক্ষেত্রে মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ পাওয়া যায়। যে কারণে মানুষের চুল পড়ে।
8/8

আমরা জলের হেভি মেটাল পরীক্ষা করব, কারণ এই ধরনের মেটাল থাকলে ছত্রাকের সংক্রমণ হয়। আমরা ২ থেকে ৪ জন রোগীর ত্বকের নমুনা নেব এবং মাইক্রোস্কোপির জন্য আকোলা মেডিকেল কলেজে পাঠাব। দুই-তিন দিনের মধ্যে জলের নমুনা পরীক্ষা ও বায়োপসির রিপোর্ট আসবে বলে জানিয়েছেন গীতে। চুল পড়ার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
Published at : 10 Jan 2025 09:58 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















