এক্সপ্লোর
Clay Pot Water Benefit: মাটির পাত্রে জল খাওয়া কি ভাল?
Earthen Pot Water: মাটির পাত্র থেকে জল খাওয়ার উপকারিতা অনেক?
মাটির পাত্র থেকে জল খাওয়ার উপকারিতা অনেক?
1/7

মাটির পাত্রে প্রাকৃতিক শীতল করার বৈশিষ্ট্য রয়েছে। প্রাচীনকালে জল রাখার জন্য মাটির পাত্রের ব্যবহার জনপ্রিয় ছিল। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি, এই পাত্র ব্যবহারের বিভিন্ন স্বাস্থ্য সুবিধাও রয়েছে। তবে মাটির পাত্রকে এখন অপ্রয়োজনীয় এবং কিছুটা পুরানো ধাঁচের বলে মনে করেন অনেকে। কিন্তু এই পাত্রে জল পান করার উপকারিতাও রয়েছে।
2/7

মাটির পাত্রে জল রাখার মূল কারণ ছিল এটি জল ঠান্ডা রাখতে সক্ষম। এ ধরনের পাত্র ছিদ্রযুক্ত হওয়ার কারণে বাষ্পীভবন প্রক্রিয়া দ্রুত হয়। ফলে জল ওপর প্রাকৃতিকভাবে শীতল প্রভাব পড়ে, যা গরমে তৃষ্ণা মেটাতে কাজ করে।
Published at : 11 Sep 2023 02:37 PM (IST)
আরও দেখুন






















