এক্সপ্লোর
Headache Cure: মুঠো মুঠো ওষুধ নয়, মাথার যন্ত্রণা সারতে পারে অন্য উপায়েও
Health Tips: কম-বেশি হলেও হতে পারে, তবে মাথার যন্ত্রণায় ভুগতে হয় প্রায় সকলকেই। ওষুধ ছাড়াও তা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
ছবি: পিক্সাবে।
1/11

বাড়িতে হাজার ঝামেলা, কর্মক্ষেত্রে নানা সমস্যা, সন্ধে গড়ালেই তাই মাথা তোলা দায় হয়। যন্ত্রণায় কার্যত ছিঁড়ে যায় মাথা। কোনও কাজ করা যায় না। এমনকি চুপচাপ শোওয়াও দায় হয়।
2/11

মাথার যন্ত্রণা থেকে রেহাই পেতে তাই মুঠো মুঠো ওষুধ খেয়ে ফেলি আমরা। অন্য কাজ যাতে ভেস্তে না যায়, তার জন্যই ওষুধের উপর নির্ভর করি আমরা, যাতে চটজলদি যন্ত্রণা থেকে মুক্তি মেলে।
Published at : 04 Apr 2023 09:46 AM (IST)
আরও দেখুন






















