এক্সপ্লোর
Cake Baking Tips: কিছুতেই মনের মতো কেক বানাতে পারছেন না, এই পদ্ধতিগুলো মাথায় রাখুন
কীভাবে কেক বানাবেন জেনে নিন
1/10

অনেকেই কেক বানাতে ভালবাসেন। তবে বেশ কিছু খামতি থাকার কারণে বাড়িতে বানানো কেক মনের মতো হয় না। কখনও বেকিং-এর সমস্যা কখনও আবার ভুল পাত্র ব্য বহার, কখনও তাপমাত্রার হেরফের। এই একাধিক কারণে কেক মন মতো হয় না। তবে এবার শীতে ঘরেই বানিয়ে ফেলুন মনে মতো কেক। স্রেফ কেক বানানোর সময়ে নিচে দেওয়া টিপসগুলো মাথায় রাখুন।
2/10

কেক তৈরির সময়ে খেয়াল রাখুন সঠিক পরিমাণে ডিম, ময়দা ইত্যাদি উপাদান মেশানো হচ্ছে কিনা। কারণ পরিমাণ সঠিক অনুপাতে মেশানো হলে তবেই পারফেক্ট কেক হবে।
Published at : 15 Dec 2021 11:41 AM (IST)
আরও দেখুন






















