হোমফটো গ্যালারিস্বাস্থ্যJaggery Benefits: রান্নায় চিনি না গুড়, কোনটি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য উপকার?
Jaggery Benefits: রান্নায় চিনি না গুড়, কোনটি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য উপকার?
By : abp ananda | Updated at : 15 Feb 2022 06:52 AM (IST)
গুড় খাওয়া স্বাস্থ্যর পক্ষে ভাল?
1/7
প্রতিদিনের অনেক খাবারে আমরা মিষ্টি ব্যবহার করে থাকি।বেশিরভাগই ব্যবহার করি গুড় না হয় চিনি। কিন্তু আসলে কোনটি বেশি উপকারী আমাদের জন্য?
2/7
আখ কিংবা খেজুরের রস হতে তৈরি করা এক প্রকারের মিষ্টদ্রব্য হল গুড়। পুষ্টিবিদদের কথায় গুড় চিনির থেকে কম মিষ্টি হলেও বেশি পুষ্টিকর।
3/7
গুড়ে থাকে কার্বোহাইড্রেট, সুক্রোজ, মিনারেলস, ক্যালসিয়াম, ফস্ফরাস, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার ইত্যাদি। এছারাও প্রোটিনও রয়েছে। রয়েছে ভিটামিনও।
4/7
গুড়ে রয়েছে বেশ অনেকটা পরিমাণে আয়রন। যা রক্তাল্পতা কমাতে সাহায্য করে। রক্ত, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, শ্বাসযন্ত্রের পথ পরিষ্কার করতে সাহায্য করে গুড়। হাঁপানি, কাশি এবং দেহ থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে।
5/7
অন্যদিকে, যখন অতিরিক্ত চিনি খাওয়া হয়, তখন রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে অগ্নাশয় থেকে অতিরিক্ত ইনসুলিন ক্ষরিত হয়। যা আদতে শরীরের ধমনীকে প্রভাবিত করতে পারে। ধমনীর দেওয়ালগুলিকে ফুলিয়ে দেয়। যা সরাসরি প্রভাব ফেলে হৃদযন্ত্রে।
6/7
হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো হৃদরোগের কারণ হতে পারে অতিরিক্ত চিনি। অতিরিক্ত চিনি খাওয়া যেমন হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তেমন স্থূলতাও বৃদ্ধি করে।
7/7
গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স চিনির তুলনায় বেশ কম, অর্থাৎ গুড় আমাদের রক্তে সুগারের পরিমাণ ধীর গতিতে বাড়াবে। তবে খেজুড়ের গুড় থেকে আখের গুড় বেশি ভাল। তাই রান্নায় চিনির পরিবর্তে গুড় ব্যবহার শরীরের পক্ষে কিছুটা হলেও ভাল।