এক্সপ্লোর
দিনভর একঘেয়ে বৃষ্টি, মন ভাল করতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মুখরোচকগুলো
মশলা পাঁপড়
1/10

গতরাত থেকেই বৃষ্টিতে জল থই থই গোটা শহর। বাইরে আজ বেরোতে বেগ পেতে হবে অনেককেই। তবু কাজের কারণে অনেকেই বেরিয়ে পড়েছেন ইতিমধ্যেই। আর যাঁরা ভাবছেন আজ 'রেইনি ডে' কাটাবেন তাঁদের জন্য থাকল কয়েকটা খাবারের হদিশ। বৃষ্টির দিনে হাতের কাছে যা রয়েছে তা দিয়েই বানিয়ে ফেলুন এসব খাবার। প্রথমেই তালিকায় মশলা চা। আদা, লবঙ্গ, দারচিনি দিয়ে বানিয়ে নিন চা।
2/10

পোশাকি নাম ফ্রেঞ্চ ফ্রাই হলেও বানাতে খুব বেশি ঝক্কি নেই। মোটা মোটা আলুভাজা কেটে ডুবো তেলে ভেজে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই। চায়ের সঙ্গে জমে যাবে বৃষ্টির সন্ধে।
Published at : 20 Sep 2021 12:37 PM (IST)
আরও দেখুন






















