By : abp ananda | Updated at : 04 Apr 2022 09:54 PM (IST)
প্রতীকী ছবি
1/9
পর্যাপ্ত পরিমাণে জল খেলে এবং সবসময় শরীরে যথেষ্ট পরিমাণে জলের জোগান রাখলে ভবিষ্যতে দূরে থাকবে হৃদরোগ। দাবি করলেন একদল গবেষক। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট।
2/9
হার্ট ফেলিওর এমন একটি অবস্থা যখন হৃদযন্ত্র শরীরে প্রয়োজনীয় পরিমাণে রক্ত পাম্প করতে পারে না। সেই সময় হার্ট অ্য়াটাক অথবা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে এমন ঝুঁকি বেশি থাকে।
3/9
গবেষক দলের প্রধান , NHLBI-এর গবেষক নাতালিয়া ডিমিত্রিভা বলেছেন, 'খাবারের নুনের পরিমাণ কমনোর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তাহলে হৃদপিণ্ড সংক্রান্ত যে কোনও ঝুঁকি কম থাকবে।'
4/9
প্রথমে প্রি-ক্লিনিক্যাল রিসার্চ হয়েছে। সেখানে ডিহাইড্রেশন এবং হৃদরোগের সম্পর্ক উঠে আসে। তারপরেই পপুলেশন স্টাডি করে গবেষক দল। ৪৫ থেকে ৬৬ বয়সের ১৫ হাজার জনের উপর সমীক্ষা শুরু হয়।
5/9
১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে অ্য়াথেরোস্ক্লেরোসিস রিস্ক ইন কমিউনিটিস নামক একটি সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন যাঁরা, সেই তথ্যের উপর নজর রাখা হয়।
6/9
গবেষণার শুরুতে ডায়াবেটিস, হার্টের সমস্যা বা ওবেসিটির সমস্যা ছিল না এমন লোকদের বাছাই করা হয়। গবেষণার শেষে দেখা গিয়েছে সাড়ে এগারো শতাংশের ক্ষেত্রে পরে হার্টের সমস্যা দেখা গিয়েছে।
7/9
ঠিকমতো হাইড্রেশন হয়েছে কিনা বা শরীরে পর্যাপ্ত জল রয়েছে কিনা বোঝার জন্য একাধিক পরীক্ষা চালিয়েছে গবেষক দল। যেমন নজর রাখা হয়েছে সিরাম সোডিয়ামের (Serum Sodium)-এর দিকে।
8/9
শরীরে জলের পরিমাণ কমলেই সিরাম সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। লিটারে ১ মিলিইকুইভ্যালেন্ট (1 mEq/L) সোডিয়াম সিরাম বৃদ্ধি পেলে হার্ট ফেলিওয়ের আশঙ্কা ৫ শতাংশ বৃদ্ধি পায়।
9/9
শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিকমতো চলার জন্য জলীয় পদার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল বা ফলের রস ঠিকমতো খেলে হৃৎযন্ত্র এবং সংলগ্ন ধমনীর কাজ ঠিকমতো চলে। ফলে কম থাকে হৃৎপিণ্ড ও ধমনী সংক্রান্ত রোগের ঝুঁকি।