এক্সপ্লোর
Cranberry Health Benefits: 'ক্র্যানবেরি', লাল রঙের ছোট ছোট এই জামের রস খেলে কী কী উপকার?
Cranberry Juice: ক্র্যানবেরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই ক্র্যানবেরি জুস খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

ছবি সূত্র- পিক্সেলস
1/10

ক্র্যানবেরি জুস খেলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে তা জানেন অনেকেই। এই ফলের রস নিয়মিত খেতে পারলে আপনার ত্বকের যাবতীয় কালচে দাগছোপ দূর হবে এবং জেল্লা বা উজ্জ্বল ভাব ফিরে আসবে।
2/10

ইয়োগার্টের সঙ্গে ক্র্যানবেরির রস মিশিয়ে খেতে পারলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের গঠনও মসৃণ, মোলায়েম, পেলব হবে।
3/10

ক্র্যানবেরি জুস ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের মতো জটিল সমস্যা কমাতে এবং না হতে সহায়তা করে। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়তে পারে এই বিশেষ জামের রসের মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপকরণ।
4/10

তাই ইউটিআই ইনফেকশন হয়ে থাকলে আপনি ক্র্যানবেরি জুস খেয়ে দেখতে পারেন। তবে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি।
5/10

ক্র্যানবেরি জুসের মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার। এই বিশেষ ধরনের ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
6/10

ডায়েটারি ফাইবার যুক্ত থাকার ফলে ক্র্যানবেরি ফলের রস খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। এছাড়াও ডায়েটারি ফাইবার যেহেতু অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে তাই বদহজম, অ্যাসিডিটি, গ্যাস- এইসব সমস্যা থেকে দূরে থাকবেন আপনি।
7/10

ক্র্যানবেরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই ক্র্যানবেরি জুস খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
8/10

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে বিভিন্ন রোগ এবং সংক্রমণ থেকে দূরে থাকবেন আপনি। সহজে এবং ঘনঘন অসুস্থ হয়ে পড়বেন না।
9/10

ক্র্যানবেরির মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। তাই এই জামের রস খেলে আপনার শরীরের প্রদাহজনিত সমস্যা দূর হবে। রিউমাটরয়েড আর্থ্রারাইটিসের মতো রোগের ক্ষেত্রেও সমাধানের কাজ করে ক্র্যানবেরি জুস।
10/10

ছোট্ট ছোট্ট লাল রঙের এই জাম-জাতীয় ফলের রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। ক্র্যানবেরি জুস বা ক্র্যানবেরির রস যথেষ্ট জনপ্রিয় পানীয়। এই জাম দিয়ে তৈরি হয় জ্যাম এবং জেলিও।
Published at : 07 Dec 2024 09:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
আইপিএল
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
