এক্সপ্লোর
Weight Loss: ওজন কমাতে সাহায্য করে নারকেল, কিন্তু কীভাবে?
Coconut: মানবদেহের মেটাবলিজম রেট বৃদ্ধি করতেও কাজে লাগে নারকেল। এর মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

নারকেল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হল ওজন কমে যাওয়া। তাই নিজের মেনুতে যোগ করতে পারেন নারকেল। চলুন নেওয়া যাক নারকেল কীভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করে।
2/10

নারকেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ওজন কমাতে যেকোনও ফাইবার-জাত খাবার ওজন কমাতে সাহায্য করে। নারকেলের মধ্যে রয়েছে ইনসলিউএবেল ফাইবার।
Published at : 02 Sep 2023 08:43 AM (IST)
আরও দেখুন






















