এক্সপ্লোর
Holi Skin Care Tips: আসছে হোলি, জমিয়ে রং খেলার প্ল্যান রেডি, ত্বকের দিকে খেয়াল রাখছেন তো?
Holi 2025: ১৪ মার্চ হোলি। জমিয়ে রং খেলার প্ল্যান তৈরি সকলেরই। কিন্তু শুধু দোল খেললেই তো হবে না, খেয়াল রাখতে হবে ত্বকেরও। কী কী করবেন, রইল তারই তালিকা।

ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলতে যাওয়ার আগে ত্বকে ভাল করে ময়শ্চারাইজার কিংবা ক্রিম মেখে নেওয়া জরুরি। তাহলে রং তুলতে সুবিধা হবে।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। যেহেতু দিনের বেলায় খোলা জায়গাতেই প্রায় সকলে দোল খেলেন তাই সানস্ক্রিন ব্যবহারের কথা ভুললে চলবে না একেবারেই। ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিন।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। চুলে রং লাগলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই সুবিধার জন্য হেয়ার ক্যাপ, শাওয়ার ক্যাপ পরে দোল খেলুন।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। রঙের থেকে চুল বাঁচাতে নিদেন পক্ষে নরম কাপড় দিয়ে চুল ঢেকে নিন। সুতির ওড়না ব্যবহার করতে পারলে ভাল।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। ক্রিম কিংবা ময়শ্চারাইজারের পরিবর্তে আপনি ত্বকে তেলও মেখে নিতে পারেন। নারকেল তেল মাখতে পারলে সবচেয়ে ভাল। খেলার পর সহজে রং উঠে যাবে।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলার সময় অসাবধানতায় চোখে রং ঢুকে বিপদ হতে পারে। তাই সানগ্লাস কিন্তু পরতেই হবে। চোখ রোদ থেকেও রক্ষা পাবে।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। চশমা থাকলে সেটা পরে দোল খেলুন। লেন্স পরে ভুল করেও দোল খেলতে নামবেন না। চোখের মারাত্ম ক্ষতি হতে পারে রং ঢুকে গেলে।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলার পর রং যাতে সহজে উঠে যায় সেই জন্য আপনি চাইলে ত্বকে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। নারকেল তেলের মতোই কাজ করবে এই তেলও।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলার সময় চেষ্টা করুন আবির এবং অর্গানিক কালার ব্যবহার করতে। তাহলে ত্বকের ক্ষতি তুলনায় কম হবে।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের ত্বক সেনসিটিভ ধরনের তাঁরা দোল খেলার ব্যাপারে একটু বেশি সতর্ক থাকাই ভাল। কারণ রঙের থেকে ত্বকে মারাত্মক পর্যায়ের অ্যালার্জি হতে পারে।
Published at : 01 Mar 2025 11:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
