এক্সপ্লোর
Holi Skin Care Tips: আসছে হোলি, জমিয়ে রং খেলার প্ল্যান রেডি, ত্বকের দিকে খেয়াল রাখছেন তো?
Holi 2025: ১৪ মার্চ হোলি। জমিয়ে রং খেলার প্ল্যান তৈরি সকলেরই। কিন্তু শুধু দোল খেললেই তো হবে না, খেয়াল রাখতে হবে ত্বকেরও। কী কী করবেন, রইল তারই তালিকা।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলতে যাওয়ার আগে ত্বকে ভাল করে ময়শ্চারাইজার কিংবা ক্রিম মেখে নেওয়া জরুরি। তাহলে রং তুলতে সুবিধা হবে।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। যেহেতু দিনের বেলায় খোলা জায়গাতেই প্রায় সকলে দোল খেলেন তাই সানস্ক্রিন ব্যবহারের কথা ভুললে চলবে না একেবারেই। ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিন।
Published at : 01 Mar 2025 11:43 PM (IST)
আরও দেখুন






















