এক্সপ্লোর
Advertisement

Human Emotions: মেজাজ ও ভাবনা এক নয়, মুখ ফুটে বলার আগে নিজের অনুভূতি বোঝা দরকার
Expressing Feelings: দৈবশক্তিতে কেউ আপনার মনের কথা বুঝে যাবেন না। নিজের কথা বলতে হবে নিজেকেই। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

কিছু লোকের বুক ফাটে তবু মুখ ফোটে না। অত্যন্ত চাপা স্বভাবের বলেই নয়, অনেকে মনের কথা গুছিয়ে বলতে পারেন না। নিজের অনুভূতি সঠিক ভাবে প্রকাশ করতে পারেন না তাঁরা।
2/10

অনেক সময় এই কারণেই কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যাচ্ছেন বা কিছু লুকিয়ে যাচ্ছেন বলে মনে হয় অন্যদের। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জড়তা কাটিয়ে বেরোতে হবেই।
3/10

একবারে হয়ত সম্ভব হবে না। কিন্তু এক পা, এক পা করে এগোতে হবে নিজেকেই। নিজের অনুভূতি বুঝতে হবে নিজেকে। কীভাবে তা ব্যক্ত করবেন জেনে নিন কিছু উপায়।
4/10

নিজের মনে যা চলছে, প্রথমে তা মেনে নিতে হবে। নিজের সঙ্গে দ্বন্দ্বে গেলে হবে না। আবার জোর করে দমিয়ে রাখাও ঠিক নয়। নিজের কাছে সৎ থাকা সবার আগে জরুরি।
5/10

ভাললাগা এবং ভালবাসা যেমন এক নয়, তেমনি ক্ষণিকের আবেগে ভেসে যাওয়ার আগে দু'বার ভাবুন। সময় দিন নিজেকে, তার পরও যদি মনে হয় ওই অনুভূতিকেই আঁকড়ে ধরতে চান আপনি, তাহলেই এগোন।
6/10

নিজের ব্যাপারে কথা বলার সময় কুণ্ঠা বোধ করবেন না। প্রথমেই যদি নিজেকে উজাড় করে দিতে অসুবিধা হয়, আপনি কী ভাবছেন, আপনার মাথায় কী ঘুরছে, সে ব্যাপারে ইঙ্গিত দিন প্রিয় মানুষকে। কিছু বলতে চাইছেন যে, বোঝান। এর পর নিজের অনুভূতি প্রকাশ করুন।
7/10

ভাবনা, মেজাজ এবং অনুভূতি কিন্তু এক নয়। প্রত্যেকটিকে আলাদা করে বুঝতে হবে। অনুভূতি পাল্টাতে পারে। মেজাজও সময়ে সময়ে বদলায়। কিন্তু ভাবনা থেকে যায়। কারণ আপনার নিজস্ব ভাবনার কিছু ভিত্তি রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে আগুপিছু ভাবা দরকার।
8/10

রক্তমাংসের মানুষ আমরা সবাই। কিছু না কিছু খামতি থাকেই আমাদের মধ্যে। সেই নিয়ে কাটাছেঁড়ায় না যাওয়াই ভাল। নিজে যেমন, তেমন ভাবেই নিজেকে গ্রহণ করুন। নিজের কাছে পরিষ্কার থাকলে তবেই সামনের জনকে নিজের অনুভূতি বোঝাতে পারবেন।
9/10

দৈবশক্তিতে কেউ আপনার মনের কথা বুঝে নিতে পারবেন না। তাই মনের কথা মুখ ফুটে বলা জরুরি। তাই নিজের অনুভূতি নিজেকেই ব্যক্ত করতে হবে।
10/10

নিজের কথা বলা যেমন জরুরি, তেমনই অন্যের কথা শোনাও দরকার। দেখবেন আড়ষ্টতা কেটে যাবে। হতে পারে সকলে হয়ত আপনাকে বুঝতেও পারবেন না। তাই সত্যকে গ্রহণ করতেও শিখতে হবে। পাশাপাশি অন্যকে ক্ষমা করতে শিখুন। মনের জানলা খুলে দিলেই দেখবেন আত্মবিশ্বাস বাড়ছে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 21 Jul 2024 12:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
