এক্সপ্লোর
Elderly People: একাকিত্ব গ্রাস করছে প্রবীণদের, তাঁরা মুখ ফুটে বলতে পারেন না, বয়স্কদের ভরসা জোগাতে হবে আমাদেরই
Elderly People and Loneliness: বয়স্কদের একাকিত্ব দূর করতে এগিয়ে যেতে হবে আমাদেরই। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

বয়সের দূরত্ব থেকে মানসিক দূরত্বও তৈরি হয়েছে। তাই বয়স্কদের মনের অবস্থা সব সময় বুঝতে পারি না আমরা। বোঝার চেষ্টাতেও অনেক সময় খামতি থেকে যায়।
2/10

ফলে রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও বাড়ির বয়স্ক মানুষটির থেকে ক্রমশ দূরে সরে যাই আমরা। চারিদিকের ব্যস্ততার মধ্যে আলাদা করে তাঁকে নিয়ে ভাবার সময় পাই না। এতে তাঁরা কিন্তু একাকিত্বের অন্ধকারে ডুবে যান। মনের সঙ্গে সারাক্ষণ দ্বন্দ্ব চলে তাঁদের।
Published at : 16 Aug 2025 09:42 AM (IST)
আরও দেখুন






















