এক্সপ্লোর
Skin Care Tips: বেড়াতে গিয়েও চালু থাকুক স্কিন কেয়ার রুটিন, যত্নেই ভাল থাকবে আপনার ত্বক
Skin Care: বেড়াতে গিয়ে অনেকেই মেকআপ করে থাকেন। সেক্ষেত্রে সঠিক ভাবে মেকআপ করার পাশাপাশি সযত্নে মেকআপ তুলেও ফেলতে হবে। নাহলে ত্বকের ক্ষতি হতে বাধ্য।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

গরমের মরসুমে অনেকেই ঠান্ডার জায়গায় বেড়াতে যান। বাড়িতে থাকলে যেভাবে নিয়মিত ত্বকের যত্ন নেন, সেই রুটিন বেড়াতে গিয়েও বজায় রাখা প্রয়োজন।
2/10

বেড়াতে যাওয়া মানেই প্রচুরে ঘোরাঘুরি। ফলে ত্বকে ধুলোময়লা জমবেই। সেইজন্য দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ভাল ভাবে ক্লেনজার কিংবা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবং তারপর হাল্কা করে টোনার লাগিয়ে নিতে পারেন।
Published at : 08 Apr 2023 08:10 AM (IST)
আরও দেখুন






















