এক্সপ্লোর
Skin Care With Coffee: বাড়িতেই কীভাবে তৈরি করবেন কফি স্ক্রাব বা মাস্ক, রইল কিছু সহজ পদ্ধতি
Coffee: স্কিন এক্সফোলিয়েশন, ডেড সেল ঝরানোর পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য ফেরানোর ক্ষেত্রে কফির জুড়ি মেলা ভার।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

ত্বকের পরিচর্যা (Skin Care) বা যত্নের ক্ষেত্রে কফি (Coffee) যে নানা ভাবে কাজে লাগে, সেকথা সকলেরই জানা। তবে ঠিক কীভাবে কফি ব্যবহার করলে আপনার ত্বকের যত্ন একদম সঠিক ভাবে হবে এবং আপনি পুরো উপকার পাবেন, সেটা হয়তো অনেকেরই জানা নেই।
2/10

এমনিতে কফি স্ক্রাব, মাস্ক সব হিসেবেই বেশ জনপ্রিয়। কারণ স্কিন এক্সফোলিয়েশন, ডেড সেল ঝরানোর পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য ফেরানোর ক্ষেত্রে কফির জুড়ি মেলা ভার। এবার দেখে নেওয়া যাক ত্বকের পরিচর্যায় কফির সঠিক ব্যবহার।
Published at : 11 May 2023 12:34 AM (IST)
আরও দেখুন






















