এক্সপ্লোর
Lifestyle:'ওয়ার্ল্ড চকোলেট ডে' মানে অদম্য ভালোবাসার উদযাপন?
World Chocolate Day:ঠান্ডায় জমাট বেঁধে যায়, একটু গরম হলেই দু'আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে। মুখে পড়লে দুনিয়ার সব চিন্তা সাময়িক ভাবে উধাও। নাম তার চকোলেট যার প্রেমে পাগল বিশ্বের কাতারে কাতারে মানুষ।
রাত পোহালেই 'ওয়ার্ল্ড চকোলেট ডে' (ছবি: PIXABAY)
1/8

ঠান্ডায় জমাট বেঁধে যায়, একটু গরম হলেই দু'আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে। আর মুখে পড়লে দুনিয়ার সব চিন্তা সাময়িক ভাবে হলেও উধাও। নাম তার চকোলেট যার প্রেমে পাগল বিশ্বের কাতারে কাতারে মানুষ।
2/8

এমন 'গিল্টি প্লেশার'-র জন্য পুরো বিশ্বে একটি দিনও বরাদ্দ রয়েছে। ৭ জুলাই।
Published at : 06 Jul 2023 01:14 PM (IST)
আরও দেখুন






















