এক্সপ্লোর
Midlife Career Crises: আগ্রহ পাচ্ছেন না কাজে, মানসিক অশান্তিতে ভুগছেন, মিডলাইফ কেরিয়ার ক্রাইসিস নয় তো!
Career Help: ভুল কাজ করে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন, এমন বোধ হওয়াও আশ্চর্যের কিছু নয়।
ছবি: পিক্সাবে।
1/10

এক চাকরিতে কেটে গিয়েছে জীবনের বড় অংশ। সাফল্য যেমন মিলেছে, তেমনই প্রাপ্য না পাওয়ার ক্ষোভও হয়ত জমা হয়েছে মনে। কিন্তু মাঝ বয়সে পৌঁছে আচমকা ছন্দপতন। কাজের ধরন, চারপাশের পরিবেশের সঙ্গে হয়ত আর খাপ খাওয়ানো যাচ্ছে না।
2/10

কিন্তু সংসারের দায়-দায়িত্ব, ভবিষ্যতের কথা ভেবে অনেকেই চাকরি ছাড়ার কথা ভাবতে পারেন না। নতুন করে পেশাগত জীবন শুরু করার কথাও তো আরও দূরের কথা। সে ক্ষেত্রে কী করণীয়, উপায় বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Published at : 15 Sep 2022 08:58 PM (IST)
আরও দেখুন






















