এক্সপ্লোর
Lifestyle:দুপুরের ঘুম ঘুম ভাব কাটাতে কী ভাবে বদলাবেন ডায়েট?
Snacks To Boost Energy: দিনটা যখন শুরু করলেন, তখন একেবারে চাঙ্গা। এনার্জি-ও রয়েছে পুরোদস্তুর। কিন্তু বেলা গড়িয়ে দুপুর হতে না হতেই কোথা থেকে একরাশ ক্লান্তি ঘিরে এসে ধরে। কী করবেন এমন সময়ে?
দুপুরের ঘুম ঘুম ভাব কাটাতে কী ভাবে বদলাবেন ডায়েট?
1/9

দিনটা যখন শুরু করলেন, তখন একেবারে চাঙ্গা। এনার্জি-ও রয়েছে পুরোদস্তুর। কিন্তু বেলা গড়িয়ে দুপুর হতে না হতেই কোথা থেকে একরাশ ক্লান্তি ঘিরে এসে ধরে। এই অভিজ্ঞতা কম-বেশি অনেকেরই।
2/9

গরমকালে যেন সমস্যাটা একটু বেশিই হয়, তাই না? দুপুরের দিকে এনার্জির হঠাৎ ঘাটতির জন্য পুষ্টিবিদরা অবশ্য খাবারকেই বেশি দায়ী করছেন। তাঁদের মতে, বেশি মাত্রায় লবণ ও কার্বোহাইড্রেট রয়েছে, এমন খাবার খাওয়ায় এই ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে। তাই সমস্যার সঙ্গে লড়তে হলে বদলাতে হবে খাবারদাবার।
Published at : 13 Apr 2024 06:35 AM (IST)
আরও দেখুন






















