এক্সপ্লোর
Glowing Skin in Durga Puja: দুর্গাপুজোর আগেই ত্বকে আসুক জেল্লা, মেনে চলুন ছোট্ট কয়েকটা টিপস
দুর্গাপুজোয় উজ্জ্বল ত্বক পাওয়ার টিপস
1/10

হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই আসছে মহা উৎসব দুর্গাপুজো।
2/10

দুর্গাপুজোয় সবাইতে চমকে দিতে নজর দেওয়া দরকার চোখে। চোখের তলায় কালি যেকোনও মেক-আপকেই মাটি করে দেয়। তাই আগে নির্মূল করে ফেলুন চোখের নিচের কালি বা ডার্ক আইয়ের সমস্যা।
3/10

উজ্জ্বল ত্বক পেতে যে প্রসাধনীই ব্যবহার করুন না কেন, তা যেন প্রাকৃতিক এবং কেমিক্যাল মুক্ত হয়, সেদিকে অবশ্যই নজর দেওয়া দরকার।
4/10

ফেসিয়ালের ক্ষেত্রে ফলের প্যাক ব্যবহার করতে পারেন। কেমিক্যাল মুক্তও হবে আবার ত্বকের জন্য দারুণ উপকারীও।
5/10

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সবার আগে ত্বক ভালো করে পরিস্কার রাখা দরকার। মুখ থেকে গোটা শরীরে ভালো করে ক্লেনজার ব্য়বহার করুন।
6/10

ত্বক পরিস্কারের জন্য ক্ষার সম্পন্ন সাবান একেবারেই ব্যবহার করা চলবে না।
7/10

চালের গুঁড়ো, চিনির গুঁড়ো কিংবা ওটসের সঙ্গে নারকেল তেল বা লেবুর রস মিশিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন স্ক্রাবার।
8/10

গরম জলে স্নান করা একেবারেই চলবে না। ঠান্ডা জলে ভালো করে প্রতিদিন স্নান করুন।
9/10

স্নানের পর সারা শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ত্বকে জলীয়ভাব বজায় রাখে ময়শ্চারাইজার।
10/10

রাতে ঘুমোতে যাওয়া অন্তত ৩০ মিনিট আগে নাইট ক্রিম ব্যবহার করুন।
Published at : 20 Aug 2021 07:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























