এক্সপ্লোর
Showering Daily: রোজ স্নান করা কি আদৌ জরুরি? কাদের উচিত, কাদের উচিত নয় জানুন
Daily Showers: কোন পরিবেশে রয়েছেন, এক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/12

যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, গায়ে-মাথায় জল ঢালার মধ্যে যে শান্তি, তার বিকল্প নেই। রোজ স্নান না করা নিয়ে একসময় বড়দের কাছে তিরস্কার জুটলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোজ স্নান করা আপনা থেকেই অভ্যাসে পরিণত হয়েছে আমাদের।
2/12

কিন্তু রোজ স্নান করা কি সত্যিই প্রয়োজন? বিজ্ঞান বলছে, ত্বকের ধরন, শরীরের দুর্গন্ধের উপর সবকিছু নির্ভর করে। অন্যথায় রোজ স্নান না করলেও চলে। একাধিক গবেষণায় এমন তথ্য মিলেছে।
Published at : 02 Oct 2025 06:55 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















