এক্সপ্লোর
Janhvi Kapoor: প্রকৃতির সান্নিধ্যে! পুরানো ছবি শেয়ার জাহ্নবীর
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/eb4e67143c8a4e79125c07ed333d3133_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Janhvi Kapoor’s Relaxing Throwback Vacation pictures
1/9
![ভ্রমণপিপাসু হিসেবেই পরিচিত বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর। নতুন নতুন জায়গা ঘুরে দেখার ক্ষেত্রে তাঁর আগ্রহের বিষয়টি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই স্পষ্ট। ধড়ক অভিনেত্রী তাঁর ছুটি কাটানোর ছবি মাঝেমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/63e56e8f839a9a4e1833e88d1e3009e059e74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভ্রমণপিপাসু হিসেবেই পরিচিত বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর। নতুন নতুন জায়গা ঘুরে দেখার ক্ষেত্রে তাঁর আগ্রহের বিষয়টি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই স্পষ্ট। ধড়ক অভিনেত্রী তাঁর ছুটি কাটানোর ছবি মাঝেমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
2/9
![সম্প্রতি জাহ্নবী অতীতে প্রকৃতির সান্নিধ্যে তাঁর ছুটি কাটানোর কিছু ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ওয়াইল্ডফ্লাওয়ার ওয়াইল্ডফায়ার। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/1d8af90f04bcad87d8853121c8dce55b10f67.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি জাহ্নবী অতীতে প্রকৃতির সান্নিধ্যে তাঁর ছুটি কাটানোর কিছু ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ওয়াইল্ডফ্লাওয়ার ওয়াইল্ডফায়ার। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
3/9
![কয়েকটি ছবিতে অভিনেত্রীকে পাহাড় ঘেরা উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছে। আবার কয়েকটি ছবিতে তাঁকে সমুদ্র সৈকতে দেখা গিয়েছে। ছবিগুলিতে পরিচালক শরন শর্মাকেও দেখা গিয়েছে। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/a27d6bc8fd2134841facc13369104e9cb7b8c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কয়েকটি ছবিতে অভিনেত্রীকে পাহাড় ঘেরা উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছে। আবার কয়েকটি ছবিতে তাঁকে সমুদ্র সৈকতে দেখা গিয়েছে। ছবিগুলিতে পরিচালক শরন শর্মাকেও দেখা গিয়েছে। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
4/9
![প্রযোজক বনি কপূর ও অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী ২০১৮-তে ধড়ক সিনেমার মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/f6f03c6f0e5fe5c6006d8b1eef1843473ba10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রযোজক বনি কপূর ও অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী ২০১৮-তে ধড়ক সিনেমার মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
5/9
![এরপর তাঁকে নেটফ্লিক্সের সিনেমা ঘোস্ট স্টোরিজ ও গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল-এ দেখা গিয়েছিল। চলতি বছরের শুরুতে তাঁর রুহি সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন রাজকুমার রাও ও বরুণ শর্মা। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/fe5e5061635423d3026047ba70ad9d91cd441.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর তাঁকে নেটফ্লিক্সের সিনেমা ঘোস্ট স্টোরিজ ও গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল-এ দেখা গিয়েছিল। চলতি বছরের শুরুতে তাঁর রুহি সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন রাজকুমার রাও ও বরুণ শর্মা। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
6/9
![কয়েকদিন আগে জাহ্নবী ব্যাকলেস ড্রেসে ছবি শেয়ার করেছিলেন। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/ce1687cac259b1233517727e2b8e1f7c22167.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কয়েকদিন আগে জাহ্নবী ব্যাকলেস ড্রেসে ছবি শেয়ার করেছিলেন। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
7/9
![তাঁর সেই ছবি ইন্টারনেটে বেশ নজর কেড়েছিল। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/a4d1bd19b940a4c12e5fb555730d06a6c9b44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর সেই ছবি ইন্টারনেটে বেশ নজর কেড়েছিল। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
8/9
![ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক রিলসে জাহ্নবীকে তাঁর বন্ধুদের সঙ্গে ডান্স করতে দেখা গিয়েছিল। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/a65452b6a6a70dc7aec91de72a23cae5cfef7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক রিলসে জাহ্নবীকে তাঁর বন্ধুদের সঙ্গে ডান্স করতে দেখা গিয়েছিল। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
9/9
![জাহ্নবীকে এরপর দোস্তানা ২ ও গুড লাক জেরি সিনেমায় দেখা যাবে। গুড লাক জেরি সিনেমার শ্যুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন জাহ্নবী। তবে দোস্তানা ২ সিনেমার শ্যুটিং নিয়ে এখনও কোনও কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/10f66e354b8c48a230ee23f967943631817aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জাহ্নবীকে এরপর দোস্তানা ২ ও গুড লাক জেরি সিনেমায় দেখা যাবে। গুড লাক জেরি সিনেমার শ্যুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন জাহ্নবী। তবে দোস্তানা ২ সিনেমার শ্যুটিং নিয়ে এখনও কোনও কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। (ছবি সৌজন্যে জাহ্নবী কপূরের ইনস্টাগ্রাম পেজ)
Published at : 02 Jul 2021 12:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)