এক্সপ্লোর
Love or Habit: সম্পর্ক দায়বদ্ধতা হয়ে উঠছে না তো? ভালবাসা ও অভ্যাসের মধ্যে ফারাক বুঝুন
Love or Habit Difference: জীবনে কখনও না কখনও এই প্রশ্ন উঁকি দেয় মনে। কমবেশি সকলেরই এই অনুভূতি হয়েছে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

সময়ের সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণও। সম্পর্কে ভালবাসা আদৌ বেঁচে রয়েছে, নাকি সম্পর্ক অভ্যাসে পরিণত হয়েছে, এই প্রশ্ন মনে উঁকি দেয় কমবেশি সকলেরই।
2/10

আবার প্রশ্নের উত্তর কী হবে, তা ভয়ও পাই আমরা। সেই নিয়ে লড়াই চলে নিজের সঙ্গেই। কিন্তু কোনটি ভালবাসা এবং কোনটি অভ্যাস, তা বোঝার উপায় রয়েছে।
Published at : 28 Oct 2025 07:17 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















