এক্সপ্লোর
Tea Benefit: চায়ে গুড় মিশিয়ে খেলে চিনির থেকে বেশি উপকার পাওয়া যায়?
আজকাল অনেকেই চিনির পরিবর্তে গুড়ের দিকে ঝুঁকছেন
আজকাল অনেকেই চিনির পরিবর্তে গুড়ের দিকে ঝুঁকছেন
1/7

দিন দিন মানুষ স্বাস্থ্যের বিষয়ে যত সচেতন হচ্ছেন, চিনি ছাড়ার প্রবণতা ততই বাড়ছে। কিন্তু তাই বলে মিষ্টিকে খাদ্যতালিকা থেকে পুরোপুরি বাদও দেয়া যায় না। তাই আজকাল অনেকেই চিনির পরিবর্তে গুড়ের দিকে ঝুঁকছেন। নিরামিষ, আমিষ সমস্ত রান্নায় চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে গুড়।
2/7

কিন্তু সমস্যা দেখা দেয় চায়ের ক্ষেত্রে। দিনে বার কয়েক চা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কেউ কেউ মিষ্টি ছাড়া চা খেতেই পছন্দ করেন। আবার অনেকে চায়ে মিষ্টি না হলে খেতেই পারেন না। সেক্ষেত্রে চায়েও কিন্তু গুড় মিশিয়ে খাওয়া যেতে পারে!
Published at : 29 Oct 2023 02:57 PM (IST)
আরও দেখুন






















